রাজ্য

বিজেপি বিধায়কের পাশে সাংসদ দেব

রাজনৈতিক অসহিষ্ণুতা, অসৌজন্য ক্রমবর্ধমান যখন চারিদিকে চলছে তখনই স্বাভাবিক সৌজন্যের এক নজির দেখা গেল ঘাটালে। ওই এলাকার সংসদ সদস্য দীপক অধিকারী ওরফে নায়ক দেবের প্রতিনিধি বিজেপি বিধায়কের বাড়িতে জেনারেটর লাগিয়ে পানীয় জলের ব্যবস্থা করে দিলেন। শীতলবাবুর বাড়ি ঘাটাল ব্লকের পান্নায়।

সংসদ সদস্যের প্রতিনিধি রামপদ মান্না সেখানে জেনারেটর নিয়ে গিয়ে শীতলবাবুর সাবমার্সিবল পাম্প চালিয়ে জলের ট্যাঙ্ক ভর্তি করে দেওয়ার ব্যবস্থা করলেন। রামবাবু বলেন, ‘‌আমি জানতে পারি শীতলবাবুর বাড়িতে কয়েকদিন হলে পানীয়জলের সঙ্কট দেখা দিয়েছে। সেই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তাঁর ট্যাঙ্ক ভর্তি করে দেওয়ার ব্যবস্থা করি।’‌ শীতলবাবু ওই ঘটনার কথা স্বীকার করে নিয়ে বলেন, ‘‌আমি মঙ্গলবার রাতে বাড়িতে ছিলাম না। গিয়ে শুনি রামবাবু জেনারেটর চালিয়ে আমার পাম্প ভর্তি করে দেওয়ার ব্যবস্থা করেছেন।’‌ এটাই নজির।

ঘাটাল ব্লকের বিস্তীর্ণ এলাকা প্লাবিত। ফলে নিরাপত্তার কারণে বহু জায়গায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া রয়েছে। ফলে অনেকের বাড়িতে সাবমার্সিবল পাম্প থাকলেও তা চালানো যাচ্ছিল না। রামবাবু জানান, মঙ্গলবার থেকে আমরা একটি পাঁচ কেভি-র জেনারেটর নিয়ে নৌকায় করে ঘুরি। প্রায় ২০টি গ্রামে বিভিন্ন পরিবারে গিয়ে সাবমার্সিবল চালিয়ে ট্যাঙ্ক ভর্তি করে দিয়ে এসেছি। ওই দিন শীতলবাবুর বাড়িতে গিয়েও একইভাবে একটি ট্যাঙ্ক ভর্তি করে দেওয়া হয়েছে।

ঘাটাল মহকুমার বন্যা পরিস্থিতির অনেকটা উন্নতি হয়েছে। পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে। তবে ঘাটাল পুরসভা, খড়ার পুরসভার বেশ কয়েকটি ওয়ার্ড এবং ঘাটাল ও দাসপুর-১ ব্লকের বহু এলাকার রাস্তা এখনও জলের নীচে রয়েছে। নৌকায় করে সেই এলাকায় যাতায়াত করতে হচ্ছে। বন্যা প্লাবিত এলাকাগুলিতে রয়েছে পানীয়জলের তীব্র সঙ্কট।