জেলা ব্রেকিং নিউজ

‘‌মতুয়াদের বিভ্রান্ত করছেন শাহ’‌

ঢোলাহাটের সভা থেকে বিজেপিকে তুলোধোনা করলেন ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। অমিত শাহকে কটাক্ষ করে তিনি বলেন, ‘‌স্বরাষ্ট্রমন্ত্রী মতুয়াদের বিভ্রান্ত করছেন। ২৫০ আসনে বেশি আসন পেয়ে ফের মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৫০ বছর পর্যন্ত বাংলার মাটিতে তৃণমূল থাকবে চ্যালেঞ্জ করছি। দক্ষিণ ২৪ পরগনায় ৩১–৩১ হবেই। বিজেপি যতই চেষ্টা করুক না, মানুষের হদয় থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে পারবে না।’‌
এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় চাঁচাছোলা ভাষায় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বিজেপির নেতাদের আক্রমণ করেন। অমিত শাহের ঠাকুরনগরের সভা ও সিএএ নিয়ে প্রতিশ্রুতি প্রসঙ্গে বলেন, ‘‌স্বরাষ্ট্রমন্ত্রী মতুয়াদের বিভ্রান্ত করছেন। করোনার টিকাকরণের কাজ শেষ হতে ১০ বছর লাগবে। অর্থাৎ সিএএ এখন কোনওভাবেই কার্যকর হবে না। যাঁরা বিবেকানন্দ ঠাকুর বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান কোথায় জানেন না তাঁরা বাংলা দখলের চেষ্টা করছেন। কিন্তু তাতে কোনও লাভ হবে না।’‌
নাম না করে দীনেশ ত্রিবেদীকে আক্রমণ করে অভিষেক বলেন, ‘‌বলছে দম বন্ধ হয়ে আসছে। আর বিজেপির আইসিইউ–তে গিয়ে বসে আছে। মানুষ তো আগামী দিনে দম বন্ধ করবে। টিকবে না কোনও ফন্দি। বাংলার মানুষ জবাব দেবেন।’‌ তৃণমূলে দমবন্ধ হয়ে আসছে বলে অভিযোগ তুলে শুক্রবার রাজ্যসভায় নাটকীয়ভাবে ইস্তফা দেন দীনেশ ত্রিবেদী। বিজেপিকে নিশানা করে এদিন অভিষেক আরও বলেন, ‘‌বলছে, সোনার বাংলা গড়বে। ঠিকমতো উচ্চারণই করতে পারেন না। আগে সোনার মধ্যপ্রদেশ, সোনার উত্তরপ্রদেশ বানাও তারপরে সোনার বাংলা গড়বে। মহিলাদের অসম্মান করছেন আপনারা। দিলীপ ঘোষ মা দুর্গাকে অপমান করেছেন। যাঁরা মহিলাদের অসম্মান করেছেন, তাঁদের যোগ্য জবাব দেবেন মানুষ।’‌