রাজ্য

অমিত শাহের সভায় মেগা যোগদান!‌

উইকেট পতন রোখা যাচ্ছে না। এই পরিস্থিতিতে পিকে’‌র সঙ্গে পৃথক বৈঠক করেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তাতে কী ঠেকানো যাবে উইকেট পতন?‌ উঠছে প্রশ্ন। কারণ অমিত শাহের সভায় মেগা যোগদানের আগেই এবার কালনার বিধায়ক বিশ্বজিত্ কুণ্ডু যোগ দিতে চললেন। একইসঙ্গে বিজেপিতে যাচ্ছেন পুরুলিয়ার বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়ও বলে সূত্রের খবর। মেদিনীপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সভাতেই পদ্ম শিবিরে যোগদান করছেন তৃণমূল কংগ্রেস ও কংগ্রেসের এই দুই বিধায়ক।
যদিও শুক্রবার রাতে তৃণমূল সাংসদ সৌগত রায় দাবি করেছিলেন, দলেই থাকছেন বিশ্বজিৎ কুণ্ডু। যদিও শুভেন্দু অধিকারীর মতো তিনিও কথা রাখলেন না।। সূত্রের খবর, ঘনিষ্ঠ মহলে কালনার বিধায়ক দাবি করেছেন, তিনি কোনও ফোন করেননি। সৌগত রায় মিথ্যে বলছেন। আর সেই রাগেই তিনি দল ছাড়বেন। শাহের সভায় বিজেপিতে যোগ দেবেন বলে জানা যাচ্ছে।
শুধু তৃণমূল বিধায়ক বিশ্বজিত্ কুণ্ডু নন, পুরুলিয়ার কংগ্রেস বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়ও এদিন বিজেপিতে যোগদান করতে চলেছেন। উল্লেখ্য, বিধায়ক পদ থেকে পদত্যাগ করার জন্য যখন শুভেন্দু অধিকারী যখন বিধানসভায় যান, তখন তাঁর সঙ্গে ছিলেন সুদীপ মুখোপাধ্যায়। তাই অমিত শাহের মেদিনীপুরের সভার সময় যত এগিয়ে আসছে, ততই চড়ছে রাজনৈতিক পারদ। পরিস্থিতি এভাবে এগোলে আশঙ্কা তৈরি হচ্ছে দল সংখ্যালঘু হয়ে পড়ার বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।