জেলা

লাভলিকে হুমকি ফোন বিজেপি নেতার

একুশের বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছেন অভিনেত্রী তথা সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র। বিজেপিকে হারিয়ে তিনি এখন পুরোপুরি রাজনৈতিক নেত্রী। আর তাঁকেই অশালীন মেসেজ এবং ফোনে হুমকি দেওয়ার অভিযোগ উঠল। এই ঘটনায় গ্রেপ্তার হয়েছে এক বিজেপি কর্মী। বর্ধমান থেকে গ্রেপ্তার করা হয়েছে তাকে। ধৃতের বিরুদ্ধে আইটি অ্যাক্টে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, ধৃত বিজেপি কর্মীর নাম সৌমেন ঘোষাল৷ বর্ধমানের গলসিতে বাড়ি৷ অভিযোগ, কিছুদিন ধরে সোনারপুর দক্ষিণের তৃণমূল কংগ্রেস বিধায়ক তথা অভিনেত্রী লাভলি মৈত্রকে প্রথমে ফোন করে বিরক্ত করছিল এই সৌমেন বলে অভিযোগ। এরপর নম্বর ব্লক করে দিতেই হোয়াটসঅ্যাপে বিরক্ত করতে থাকেন অভিযুক্ত। হোয়াটসঅ্যাপে ফোন করতে থাকেন এবং অশালীন মেসেজ করেন৷ এমনকী দেয় হুমকিও। গোটা ঘটনায় ক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস বিধায়ক লাভলি মৈত্র সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেন৷ লাভলির স্বামীও পেশায় পুলিশ।
এই অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নামে সোনারপুর থানার পুলিশ। তদন্তে উঠে আসে বর্ধমানের গলসি থেকে এই কাজ করা হচ্ছে। তখন পুলিশ শুক্রবার রাতে অভিযুক্ত সৌমেন ঘোষালকে গ্রেপ্তার করে সোনারপুর থানার পুলিশ৷ ধৃতের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে অভিযুক্তের ফোন৷ কী কারণে তিনি এই কাজ করছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।