দেশ ব্রেকিং নিউজ

একঝাঁক বিধায়ক যোগ বিজেপিতে

অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী, মমতা বন্দ্যোপাধ্যায়ের একসময়ের সঙ্গী সোনালি গুহ, তৃণমূলের বিধায়ক দীপেন্দু বিশ্বাস, এমনকী তৃণমূলের হবিবপুরের প্রার্থী সরলা মুর্মুও যোগ দিলেন বিজেপিতে। টিকিট না পাওয়া বিধায়কদের দল এবার গেরুয়া শিবিরে। একইসঙ্গে যোগদান করলেন শিবপুরের বিধায়ক জটু লাহিড়ী, সিঙুরের মাস্টারমশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্য ও তাঁর ছেলে। এটাকে মেগা যোগদান মেলা বলছেন বিজেপি নেতারা।
এদিন হেস্টিংসে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন। সাঁকরাইলের বিধায়ক শীতল সর্দারও গেরুয়া শিবিরে যোগ দেন। সবমিলিয়ে তৃণমূলের ৫ বিধায়ক একইদিনে সামিল হলেন বিজেপিতে। মালদা জেলা সভাপতি গৌরচন্দ্র মণ্ডল, জেলা কোঅর্ডিনেটর অম্লান ভাদুড়িও পদ্ম শিবিরে নাম লেখালেন। তাঁদের হাত ঘাসফুল থেকে পদ্মে লাফ দিয়েছে জেলা পরিষদের ১৪ জন সদস্য। ফলে মালদা জেলা পরিষদে এবার সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেল বিজেপি।
সরলা মুর্মুকে মালদহের হবিবপুরে প্রার্থী করেছিল তৃণমূল। তিনি বিজেপিতে যোগ দিতে চলেছে জানতে পেরে অসুস্থতার কারণ দেখিয়ে প্রার্থী বদল করে তৃণমূল। হবিবপুরে প্রার্থী হয়েছেন প্রদীপ বাস্কে। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী দাবি করলেন, মালদহ জেলা পরিষদে বিজেপির সদস্য বেড়ে হল ২৩। ফলে পরিষদটি তাদের দখলে এল।