জেলা

এবার বিতর্কে গোসাবার বিধায়ক

এবার বিজেপি’‌র দেখানো পথেই হাঁটলেন তৃণমূল বিধায়ক। ধর্মকেই ব্যবহার করেন জনসংযোগে। ব্রাহ্মণ ভোজন করিয়ে বিতর্কের মুখে পড়লেন গোসাবার তৃণমূল বিধায়ক জয়ন্ত নস্কর। এই ঘটনা প্রকাশ্যে আসতেই ‘পাপ ধুতে এই আয়োজন’ বলে কটাক্ষ করেন স্থানীয় বিজেপি নেতা। ভোটের আগে ধর্মকেই হাতিয়ার করতে চাইছে তৃণমূল–বিজেপি বলে তোপ অন্যান্য রাজনৈতিক দলগুলির।
স্থানীয় সূত্রে খবর, সোমবার ব্রাহ্মণ ভোজনের ব্যবস্থা করেছিলেন জয়ন্তবাবু। ১০০০ জন ব্রাহ্মণকে খাওয়ান তিনি। তাঁদের হাতে উপহার হিসাবে তুলে দেওয়া হয় ১০০০ টাকা ও পোশাক। যাতায়াতের খরচ বাবদ দেওয়া হয় আরও ৫০০ টাকা। স্বাভাবিকভাবেই এতে বেজায় খুশি হন নিমন্ত্রিত ব্রাহ্মণরা। তবে বিষয়টাকে চেপে রাখা যায়নি।
এই খবর প্রকাশ্যে আসতেই, ভোট বৈতরণী পার করতেই ব্রাহ্মণ সেবার আয়োজন বলে কটাক্ষ করেছেন অনেকেই। ধর্মকে অস্ত্র করে ভোটবাক্স ভরতে চাইছেন বিধায়ক বলে অভিযোগ করেছেন বিরোধীরা। এক বিজেপি নেতার কথায়, উনি বহু পাপ, খারাপ কাজ করেছেন। এসব করে তার প্রায়শ্চিত্ত করছেন। তবে এই অনুষ্ঠানের সঙ্গে দলের কোনও যোগ নেই বলে দাবি করেন জয়ন্ত নস্কর।
বিধায়কের কথায়, এটা দলের নয়, আমার ব্যক্তিগত অনুষ্ঠান। ব্রাহ্মণদের ছাড়া আমাদের কোনও শুভকাজ সম্পন্ন করা অসম্ভব। তাই তাঁদের পাশে দাঁড়াতে এই উদ্যোগ।