দেশ ব্রেকিং নিউজ

তৃণমূলের ইস্তেহার প্রকাশ স্থগিত

বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের ইস্তেহার প্রকাশ স্থগিত হয়ে গেল। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আহত হওয়ার ফলেই এই পদক্ষেপ করেছে দল। এদিন দলের ইস্তেহার প্রকাশ করার কথা ছিল স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়ের। নন্দীগ্রামে ভোটের প্রচারে গিয়ে আহত খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তড়িঘড়ি তাঁকে কলকাতায় এনে ভর্তি করা হয়েছে এসএসকেএম হাসপাতালে। সেখানে চলছে চিকিৎসা। তাই এদিন দলের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করা হল না।
তৃণমূল সূত্রে খবর, সব কিছু পরিকল্পনামাফিক চললে এদিন সকালে নন্দীগ্রাম থেকে কলকাতায় ফেরার কথা ছিল মমতার। তার পর দুপুরে কালীঘাটের বাসভবনে ইস্তেহার প্রকাশ করার কথা ছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তা বাতিল করতে হয়েছে। এবার নন্দীগ্রামে দলনেত্রী নিজেই প্রার্থী। ভবানীপুরে আসনে লড়ছেন শোভনদেব চট্টোপাধ্যায়। মঙ্গলবার নন্দীগ্রামে কর্মিসভা মাধ্যমে প্রচার শুরু করেন মমতা। এদিন রেয়াপাড়ায় শিবমন্দিরে পুজো দিয়ে হলদিয়ায় দিয়ে নির্বিঘ্নেই মনোনয়নপত্র জমা দেন তিনি। মনোনয়ন পত্র জমা দিয়ে কলকাতায় ফিরে যাওয়ার কথা ছিল মমতার। কিন্তু শেষপর্যন্ত সেই সূচি বদল হয়েছে এবং নন্দীগ্রামেই থাকার সিদ্ধান্ত নেন তিনি। সন্ধ্যায় মন্দির থেকে বেরনোর সময়েই ধাক্কাধাক্কিতে জখম হন মমতা। পায়ে চোট লেগেছে তাঁর।
বুধবার রাতেই মমতাকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে রাতে বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল এমআরআইয়ের জন্য। তাঁর বাঁ–পায়ে গুরুতর চোট রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। আপাতত ৪৮ ঘণ্টা তাঁকে পর্যবেক্ষণে রাখা হবে। সেই ঘটনার জেরে আজ অর্থাৎ বৃহস্পতিবার শাসকদলের ইস্তাহার প্রকাশ স্থগিত হয়ে গেল।