জেলা

‘‌তৃণমূলে না ফিরলে একশো দিনের কাজ নয়’‌

তৃণমূল কংগ্রেসে না ফিরলে একশো দিনের কাজ পাবে না বলে মন্তব্য করে বিতর্কে জড়ালেন ভাঙড়ের তৃণমূল কংগ্রেস নেতা তথা ভোগালি ২ গ্রাম পঞ্চায়েত প্রধান মোদাসসের হোসেন। কাঠালিয়াতে দলীয় একটি কার্যালয়ে উদ্বোধনে যান তিনি। সেখানে তিনি বলেন, ‘‌যারা বিজেপিকে ভোট দিয়ে জিতিয়ে এখনও তৃণমূলে এসে স্যারেন্ডার করেনি, তারা ফুরফুরাতে গিয়ে কাজ করুক, ভোগালিতে তাদের কোন কাজ নেই।’‌

এখানেই শেষ নয়, তাঁর আরও বক্তব্য, স্যারেন্ডার করে একশো দিনের কাজ করুক তাতে অসুবিধা নেই, না হলে ভোট আসবে আবার খাম নিয়ে ঘুরে বেড়াবে সে সব হবে না। খাম শব্দ ব্যবহার করে তিনি কার্যত আইএসএফের দিকেই আঙুল তুলেছেন বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। ভাঙড় বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে জয়লাভ করেছে আইএসএফ। বিধায়ক হয়েছেন ফুরফুরা শরিফের ছোট ভাইজান নওসাদ সিদ্দিকি।

তার পর ছোট রাজনৈতিক সভা ও কর্মসূচিতে আইএসএফকে এভাবে আক্রমণ করতে শুনে বিধায়ক নওসাদ সিদ্দিকি বলেন, ‘‌একজন জনপ্রতিনিধির কাছে এই ধরনের মন্তব্য কখনই কাম্য নয়। সকলকেই কাজ দিতে হবে। আমি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানাব।’‌ কিন্তু এই মন্তব্য নিয়ে এখন শোরগোল পড়ে গিয়েছে গোটা জেলায়। আইএসএফ–এ ভাঙন ধরতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।