জেলা

আক্রান্ত তৃণমূলের উপপ্রধান, নিশীথ গড়ে ভাঙচুর

বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রাজনৈতিক উত্তাপও। এবার তৃণমুলের উপপ্রধানের গাড়িতে ভাঙচুর করা হয়। তার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। অভিযোগ, বিজেপি’‌র দিকেই। রাজগঞ্জের সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আতিয়ার রহমানের গাড়িতে হামলা হয়। উপপ্রধান–সহ চারজন তৃনমুল নেতা বেলাকোবা থেকে নিজস্ব গাড়িতে করে বাড়ি ফিরছিলেন। তখনই হামলা চালানো হয়। আবার রাতের অন্ধকারে বিজেপি কার্যালয়ে আগুন লাগানোর অভিযোগ উঠল শাসকদলের বিরুদ্ধে। যথারীতি অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস।
জানা গিয়েছে, রাজগঞ্জ থানা থেকে ৫ কিলোমিটার দূরে সাউ সেতু সংলগ্ন এলাকায় দাঁড়ালে হঠাৎ হামলা হয় বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রাজগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থল থেকে দু’‌জনকে আটক করা হয়েছে। আর দিনহাটার ভেটাগুড়ি বাজার এলাকার বিজেপির দলীয় কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বিজেপির অভিযোগ, বৃহস্পতিবার গভীর রাতে তৃণমূল কংগ্রেস আশ্রিত একদল দুষ্কৃতী ভেটাগুড়ি বাজার এলাকার দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। যার জেরে পার্টি অফিসের বেশ কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে দমকল কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এই ডেটাগুড়ি এলাকা বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিকের খাসতালুক হিসেবে পরিচিত।
এদিকে স্থানীয় সূত্রে খবর, আওয়াজ শুনে এলাকাবসীরা ঘটনাস্থলে পৌঁছয়। ড্রাইভার অজ্ঞান অবস্থায় ছিল, মাটিতে পড়ে ছিলেন উপপ্রধান। তবে কারা এই ঘটনা ঘটিয়েছে তা নিয়ে এখনও স্পষ্ট নয়। পুলিশ এই ঘটনার তদন্ত করছে বলে খবর। বেশ কয়েকজন স্থানীয়কে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। অন্যদিকে দিনহাটা থানার বিশাল পুলিশ বাহিনী শুক্রবার সকাল থেকেই এলাকায় টহলদারি চালাচ্ছে। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে। নির্বাচন যত এগিয়ে আসছে, ততই যেন রাজনৈতিক হিংসা বাড়ছে।