রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির জোড়াসাঁকো ও বিটি রোড ক্যাম্পাসে হেরিটেজ বিল্ডিং নষ্টের অভিযোগ। হেরিটেজ বিল্ডিংয়ের গরিমা নষ্ট করে তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির পার্টি অফিস তৈরির অভিযোগ। শেষমেশ হাইকোর্টের নির্দেশে নড়েচড়ে বসল বিশ্ববিদ্যালয়। তড়িঘড়ি দুটি অফিস বন্ধ করে দেওয়া হয়।
এদিন আদালতের নির্দেশে পরিদর্শনে আসে কলকাতা পুরসভার হেরিটেজ সংরক্ষণ কমিটি। কমিটির সদস্যরা দুটি ক্যাম্পাস ঘুরে দেখে সিল করা দুটি পার্টি অফিস খুলে পরিদর্শন করেন। কমিটির সদস্যদের দাবি, হেরিটেজ বিল্ডিংয়ের অনেক অংশে পরিবর্তন আনা হয়েছে। পার্টি অফিসের মেঝে রং এবং দরজাতে পরিবর্তন হয়েছে। সবকিছু খতিয়ে দেখে রিপোর্ট আকারে হাইকোর্টে পেশ করার কথা বলা হয়েছে কমিটির তরফে।
অন্যদিকে, উপাচার্য সব্যসাচী বসু রায় চৌধুরী জানান, আদালতের নির্দেশে কমিটি ঘুরে দেখেছে। বিশ্ববিদ্যালয়কে অন্ধকারে রেখেই এখানে পার্টি অফিস তৈরি হয়। আদালতের নির্দেশ আসার পর উপযুক্ত ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয়। কমিটি রিপোর্ট দেওয়ার পর আদালত যা বলবে সে নির্দেশ মেনে চলবে রবীন্দ্রভারতী।