দেশ ব্রেকিং নিউজ

রাজ্যপালের বিরুদ্ধে তৃণমূলের চিঠি

পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকারের প্রত্যাহার দাবি করে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে স্মারকলিপি দিল তৃণমূল কংগ্রেস। রাজ্যপাল সাংবিধানিক রীতিনীতি মানছেন না অভিযোগ তুলে তাঁর অপসারণ চেয়ে রাষ্ট্রপতিকে চিঠি লিখল তৃণমূল কংগ্রেসের সংসদীয় দল।
বুধবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে স্মারকলিপির ব্যাপারে জানান তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়। তিনি বলেন, ‘‌পশ্চিমবঙ্গের রাজ্যপালের দায়িত্বে আসার পর থেকে লাগাতার রাজ্য সরকারের সঙ্গে অসহযোগিতা করছেন জগদীপ ধনকার। সাংবিধানিক রীতিনীতি মানছেন না তিনি। মানছেন না সুপ্রিম কোর্টের নির্দেশ। প্রকাশ্যে ক্ষমা চাইতে বলেছেন মুখ্যমন্ত্রীকে। বিধানসভার স্পিকারেরও সমালোচনায় করেছেন তিনি। যা সংবিধানবিরোধী।’‌
তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায় জানান, পাঁচজন সাংসদের স্বাক্ষরিত ছ’পাতার চিঠি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে পাঠিয়েছেন তাঁরা। অভিযোগের প্রেক্ষিতে একধিক তথ্য তুলে দেওয়া হয়েছে রাষ্ট্রপতির হাতে। দাবি করা হয়েছে, অবিলম্বে পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদ থেকে অপসারণ করা হোক ধনকারকে। সংবিধান অনুসারে রাজ্যপাল শুধুমাত্র রাজ্য সরকারের মাধ্যমে নিজের কর্তব্য নির্বাহ করতে পারেন। যে কোনও আপত্তি তিনি জানাতে পারেন রাজ্য সরকারকে। প্রকাশ্যে মন্তব্য করার অধিকার নেই তাঁর। এমনকী হুমকি দিচ্ছেন পুলিশকে। যার কোনও নজির গোটা দেশে নেই।
পাঁচ তৃণমূল সাংসদ ডেরেক ও’‌ব্রায়েন, সুদীপ বন্দোপাধ্যায়, কল্যাণ বন্দোপাধ্যায়, কাকলি ঘোষদস্তিদার এবং সুখেন্দুশেখর রায়ের স্বাক্ষরিত ওই চিঠি রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে। বুধবারও ফের রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন ধনকার। তিনি বলেন, ‘‌রাজ্যে শিক্ষার রাজনীতিকরণ চলছে।’‌ সাংবিধানিক নির্দেশিকা অমান্য করায় সংবিধানের ১৫৬ (১) অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতিকে তাঁর সম্মতি প্রত্যাহারের অনুরোধ করেছে তৃণমূল কংগ্রেস।