দেশ ব্রেকিং নিউজ

শুভেন্দুর বিরুদ্ধে চিঠি কমিশনে

আগে ছিলেন হলদিয়ার ভোটার। নন্দীগ্রাম থেকে প্রার্থী হয়ে এবার নিজের নির্বাচনী কেন্দ্রের ভোটার হয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তা নিয়েই দেখা দিল জটিলতা! মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বকেয়া একাধিক মামলার কথা মনোনয়নে চেপে যাওয়ার অভিযোগ তুলেছিলেন নন্দীগ্রামে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী। এবার বিজেপিকে পাল্টা চাপ দিল তৃণমূল কংগ্রেস।
এই ব্যাপারে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে তৃণমূল কংগ্রেস। তাদের অভিযোগ, একইসঙ্গে দু’জায়গার ভোটার তালিকায় নাম রয়েছে শুভেন্দু অধিকারীর। নন্দীগ্রামের ভোটার তালিকা থেকে শুভেন্দু অধিকারীর নাম বাদ দেওয়ার দাবিতে নির্বাচন কমিশনে চিঠি লিখল তৃণমূল কংগ্রেস। কারণ নন্দীগ্রামে তিনি যে ঠিকানা দিয়েছেন তা ভুল। তাঁর বিরুদ্ধে আরও অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস।
গত সপ্তাহে নতুন ভোটার কার্ড পেয়েছেন শুভেন্দু। ফলে আগামী ১ এপ্রিল নন্দীগ্রামে নিজের কেন্দ্রেই ভোট দেবেন তিনি। নন্দীগ্রামের নন্দনায়কবাড় প্রাইমারি স্কুলে তাঁর বুথ। কিন্তু হলদিয়ার ভোটার তালিকায় এখনও তাঁর নাম রয়েছে। নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়ে তৃণমূল দাবি করেছে, নন্দীগ্রামের ভোটার তালিকা থেকে শুভেন্দুর নাম বাতিল করা হোক। তাঁর বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থাও নেওয়া হোক।
শুভেন্দুর তাঁর নির্বাচনী হলফনামায় ঘোষণা করেছেন, নন্দীগ্রামে তাঁর নাম রয়েছে ভোটার তালিকার পার্ট নম্বর ৭৬ এর সিলিয়াল নম্বর ৬৬৯। হলদিয়ার ভোটার তালিকায় এসি ২০৯ এর সিরিয়াল নম্বর ৩০৫-তেও তাঁর নাম রয়েছে। কমিশনের নিয়ম অনুযায়ী, কেউ দুটি নির্বাচনী কেন্দ্রের ভোটার হতে পারেন না। নন্দীগ্রামের নির্বাচনী আধিকারিকের কাছে নথি-সহ শুভেন্দুর মনোনয়ন বাতিলের আবেদন জানিয়েছেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন।