পুরুলিয়া জেলার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি নিযুক্ত হয়েছেন গুরুপদ টুডু। জেলার তৃণমূলের কর্মীসমর্থকরা বেশ কয়েকদিন আগে থেকেই ফেসবুকে আবেদন করছিলেন পুনরায় গুরুপদ টুডুকে জেলা সভাপতি হিসেবে দেখতে। আর ঠিক গত শনিবার তিনিই আবার জেলা সভাপতির দায়িত্ব পেলেন। তারপরেই জেলা তৃণমূল কংগ্রেস মহলে আনন্দ উল্লাসের একটা হাওয়া বইতে শুরু হয়েছে।সোমবার জয়পুর বিধানসভার তৃণমূলের একনিষ্ঠ সৈনিক দিব্যজ্যোতি সিং দেও পুরুলিয়া জেলা তৃণমূলের কার্যালয়ে গিয়ে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতিকে ছৌ মুখোশ ও ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা জানান। দিব্যজ্যোতি বাবু বলেন,’কলিযুগ থেকে সত্যযুগের আবির্ভাব হলো। অর্থাৎ সত্যের জয় সর্বদাই। গুরুপদ বাবু জেলার মানুষের জন্য প্রথম থেকেই কাজ করে আসছেন এবং মানুষের পাশে থাকেন। তাই আজকে মানুষ আবারও খুশি হলো তাঁকে পেয়ে।’
বিশেষ প্রতিবেদকঃ সোমনাথ রায়, পুরুলিয়া
You must be logged in to post a comment.