করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল খড়দহের তৃণমূল কংগ্রেস প্রার্থী কাজল সিনহার। রবিবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে তাঁর কেন্দ্রে ভোট হয়ে গেলেও সাংবিধানিক সংকট তৈরি হল। যদি তৃণমূল কংগ্রেস প্রার্থী (প্রয়াত) জিতে যান তাহলে তখন কী হবে? এই নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।
গত ২২ এপ্রিল ষষ্ঠ দফায় খড়দহে ভোট হয়েছে। ভোটের আগেরদিন কাজলকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। তখন থেকেই তাঁর শারীরিক অবস্থা যথেষ্ট সংকটজনক ছিল। শ্বাসকষ্ট এবং জ্বর ছিল। শুক্রবার–শনিবার শারীরিক অবস্থার আরও অবনতি হয়। তাঁকে ক্রিটিকাল কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তরিত করা হয়েছিল। রবিবার সকাল ৯টা ৪৫ মিনিটে তাঁর মৃত্যু হয়। হাসপাতাল সূত্রে খবর, করোনা–বিধি মেনেই কাজলের শেষকৃত্য সম্পন্ন হবে।
ইতিমধ্যে করোনায় প্রাণ হারিয়েছেন জঙ্গিপুর এবং সামশেরগঞ্জের সংযুক্ত মোর্চার প্রার্থী। এবার আরও এক প্রার্থীর প্রাণ কেড়ে নিল করোনা। কাজলের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। টুইট করে তিনি বলেন, ‘অত্যন্ত দুঃখিত। খড়দহে আমাদের প্রার্থী করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। উনি মানুষের জন্য জীবন উৎসর্গ করেছিলেন। উনি তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের বিশ্বস্ত সদস্য ছিলেন। অভাব অনুভব করব। তাঁর পরিবার এবং অনুরাগীদের প্রতি সমবেদনা জানাই।’
উল্লেখ্য, রাজ্যের স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী, শনিবার রাজ্যে ১৪,২৮১ জন নয়া আক্রান্তের হদিশ মিলেছে। শুক্রবার সেই সংখ্যাটা ছিল ১২,৮৭৬। তার ফলে বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২৮,০৬১। শনিবার রাজ্যে ৫৯ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে।