জেলা

তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ব্যাপক বোমাবাজি

তৃণমূলের বিরুদ্ধে তৃণমূলের বোমাবাজি। আর তাতেই উত্তপ্ত হয়ে উঠল দেগঙ্গা। তৃণমূলের দুই গোষ্ঠীর কোন্দলে দেগঙ্গার চাঁপাতলা পঞ্চায়েতের গাংনিয়া গ্রামে ব্যাপক বোমাবাজি চলে। চাঁপাতলা পঞ্চায়েতের প্রধান হুমায়ুন রেজা চৌধুরীর সঙ্গে তৃণমূলের অঞ্চল সভাপতি আব্দুল রেজ্জাকের বিবাদের জেরেই এই বোমাবাজি শুরু হয় বলে সূত্রের খবর। দু’‌পক্ষই একে অপরের বিরুদ্ধে বোমাবাজির দায় চাপিয়েছে। পুলিশ গ্রাম থেকে পাঁচটি তাজা বোমা উদ্ধার করেছে। কয়েকজনকে আটক করেছে পুলিশ।
এখানে প্রধানের বিরুদ্ধে অঞ্চল সভাপতি গোষ্ঠীর অভিযোগ, আমফানের দুর্নীতি–সহ এলাকার অনুন্নয়ন নিয়ে গ্রামবাসীরা সরব হওয়ায় প্রধানের ঘনিষ্ঠরা বোমাবাজি করেছে। আর প্রধানের অভিযোগ, অঞ্চল সভাপতি আশ্রিত দুষ্কৃতীরা গ্রামের জল নিকাশি খাল আটকে রেখেছে। গ্রামের মানুষ তার বিরোধিতা করায় বোমাবাজি করা হয়েছে। যদিও বারাসত পুলিশ জেলার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানান, বোমাবাজি হয়েছে বলে কোনও অভিযোগ নেই।
তৃণমূলের অঞ্চল সভাপতি আব্দুল রেজ্জাক আবার চাঁপাতলা পঞ্চায়েতের প্রাক্তন প্রধান। আমফানের পরেই এলাকায় গাছ কাটার অভিযোগ তুলে অঞ্চল সভাপতির বিরুদ্ধে সরব হয়েছিলেন বর্তমান প্রধান। অঞ্চল সভাপতি এবং তাঁর ঘনিষ্ঠরাও পঞ্চায়েতের টেন্ডার গোপন করা, অনুন্নয়ন, স্বজনপোষণ–সহ একাধিক দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছিলেন। অঞ্চল সভাপতির ঘনিষ্ঠ ৬ জন পঞ্চায়েত সদস্য প্রধানের কাজকর্মের প্রতিবাদ জানিয়ে সদস্যপদ ছাড়ার হুমকিও দিয়েছিলেন। এই দ্বন্দ্বের মাঝেই গাংনিয়া গ্রামে ব্যাপক বোমাবাজি হয়।
স্থানীয় সূত্রে খবর, এলাকায় বোমাবাজির ছাপ ছিল স্পষ্ট। এলাকায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে ছিল বোমার সুতলি, স্প্রিন্টার। সকালে উপদ্রুত এলাকায় তল্লাশি চালিয়ে পুলিশ পাঁচটি বোমা উদ্ধার করেছে। পুলিশ দু’‌পক্ষের কয়েক জনকে আটক করেছে।
চাঁপাতলা পঞ্চায়েতের প্রধান হুমায়ুন রেজা চৌধুরি জানান, গ্রামে জল নিকাশির একটা খাল রয়েছে। সেই খালের জল বাঁধ দিয়ে জোর করে আটকে রেখেছে অঞ্চল সভাপতির ঘনিষ্ঠরা। এর ফলে চাষির জমিতে জল ঢুকে চাষের ক্ষতি হচ্ছে। চাষি প্রতিবাদ করায় আব্দুল রেজ্জাকের লোকজন বোমাবাজি করেছে। তৃণমূলের অঞ্চল সভাপতি আব্দুল রেজ্জাক জানান, খালের জল কেউ আটকে রাখেনি। এটা মিথ্যে অভিযোগ। আমফানের দুর্নীতি, পঞ্চায়েতের টেন্ডার গোপন–সহ একাধিক বিষয় নিয়ে প্রধানের বিরুদ্ধে সরব হয়েছিলেন এলাকার কিছু মানুষ। তাই প্রধানের ঘনিষ্ঠরা এলাকার দখলদারির জন্য বোমাবাজি চালিয়েছে।