করোনাকে ডোন্ট কেয়ার করে আগের মতোই অপরাধ বেড়ে চলেছে। এবার মেয়েকে কুপ্রস্তাব ঘিরে তৃণমূল–বিজেপি সংঘর্ষ চরমে উঠল। এমনকী ঘটনাকে ঘিরে বোমাবাজি পর্যন্ত হল। দেদার বোমার শব্দে গোটা এলাকা উত্তপ্ত হয়ে উঠল। উত্তর ২৪ পরগনার গাইঘাটা ফুলসরা গ্রাম পঞ্চায়েতের বকচারা পারুইপাড়া এলাকায় এখন চাপা উত্তেজনা বিরাজ করছে। এই ঘটনায় আহত হয়েছে ৬ জন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শুক্রবার রাতে এলাকার এক বিজেপি সমর্থকের মেয়েকে কুপ্রস্তাব দেয় স্থানীয় এক যুবক। ওই যুবক তৃণমূলের সমর্থক বলে জানা গিয়েছে। তার প্রতিবাদ করাতেই দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয়ে যায়। লাঠি, দাঁ নিয়ে শুরু হয় সংঘর্ষ। তারপর সকাল থেকেই দেদার বোমাবাজি শুরু হয়। দু’পক্ষই বোমাবাজি করেছে। ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
পুলিশ সূত্রে খবর, দুই পক্ষের ৬ জন আহত হয়েছে। তৃণমূলের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ তুলেছে বিজেপি। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। বনগাঁ দক্ষিণ বিধানসভা তৃণমূল কংগ্রেসের বিধায়ক সুরজিৎকুমার বিশ্বাস দাবি করেন, ফুলসারা গ্রাম পঞ্চায়েতের বকচরা পাড়ুই পাড়াতে তৃণমূল কর্মী আক্রান্ত হয়েছে। বোমাবাজির অভিযোগ মিথ্যা। যদিও এই বিষয়ে দুই পক্ষের তরফ থেকেই থানায় লিখিত অভিযোগ দায়ের হয়নি।