ভবানীপুরে উপনির্বাচন ও বাকি দুটি কেন্দ্রে নির্বাচনে প্রার্থীতালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। প্রত্যাশা মতোই ভবানীপুরে প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। বাকি দুই কেন্দ্র জঙ্গিপুর ও সামশেরগঞ্জে প্রার্থী জাকির হোসেন ও আমিরুল ইসলাম।
শনিবারই নির্বাচন কমিশন উপনির্বাচন নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। ভবানীপুর বিধানসভা কেন্দ্রেই উপনির্বাচনের দিন ঘোষণা করা হয়েছে। বাকি চারটি কেন্দ্রের উপনির্বাচন আপাতত স্থগিতই থাকছে। সাধারণ নির্বাচন বাকি রাজ্যের দুই কেন্দ্রে। দু’টিই মুর্শিদাবাদ জেলার। একটি জঙ্গিপুর, অন্যটি সামশেরগঞ্জ। শনিবার এই দুই কেন্দ্রেও ভোটের নির্ঘণ্ট ঘোষণা করা হয়। ৩০ সেপ্টেম্বর নির্বাচন। ভোটের গণনা ৩ অক্টোবর।
সাংবিধানিক সংকট তৈরি হতে পারে বলেই আগে ভবানীপুরে উপনির্বাচনের দিন ধার্য করা হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে। এই কেন্দ্র থেকেই লড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিয়ম অনুযায়ী ৬ মাসের মধ্যে মুখ্যমন্ত্রীকে জয়ী হতে হবে কোনও বিধানসভা কেন্দ্র থেকে। তাই দ্রুত নির্বাচন করার জন্য বারবার আর্জি জানিয়েছিল তৃণমূল।