দল গঠনের বাজারে কার্যত ধাক্কা খেল গত বছরের আইএসএল চ্যাম্পিয়ন এটিকে মোহনবাগান। দল ছাড়লেন নির্ভরযোগ্য স্প্যানিশ ফুটবলার জো লুই এস্পিনোসা আরয়ো। যিনি সমর্থকদের কাছে পরিচিত ছিলেন তিরি নামেই। বিদায় জানালেন মোহনবাগানকে। জানা গিয়েছে, চোটপ্রবণ এই ফুটবলারের সঙ্গে চুক্তি পুনর্নবীকরণে আগ্রহ দেখাননি ক্লাব কর্তৃপক্ষ।
২০১৫ সালে স্প্যানিশ জায়ান্ট অ্যাটলেটিকো মাদ্রিদের মাদ্রিদের রিজার্ভ দল থেকে অ্যাথলেটিকো ডি কলকাতাতে যোগ দেন তিরি। ২০১৬ সালে অ্যাথলেটিকো কলকাতার আইএসএল জয়ী দলের সদস্যও ছিলেন তিনি। এক সময় ১০০-র বেশি ম্যাচ খেলে, প্রথম বিদেশী হিসেবে আইএসএলে সব থেকে বেশি ম্যাচ খেলার নজির গড়েন তিরি। এরপর ২০১৭ থেকে ২০২০ টানা তিন মরশুম জামশেদপুর এফসির জার্সি গায়ে খেলেছেন। ২০২০ সালে মোহনবাগান ও অ্যাটলেটিকো কলকাতার সংযুক্তিকরণ হওয়ার পর সবুজ মেরুন শিবিরে প্রত্যাবর্তন হয় এই স্প্যানিশ ডিফেন্ডারের। তিন বছরের চুক্তিতে ক্লাবে যোগ দেন।
এই তিন বছর সবুজ মেরুনের হয়ে দুরন্ত কিছু ম্যাচ উপহার দিয়েছেন সমর্থকদের। রক্ষণ ও মাঝমাঠে নিয়মিত খেলে গিয়েছেন। তবে গত বছর এএফসি গ্রুপ পর্যায়ের ম্যাচে গোকুলামের বিরুদ্ধে গুরুতর চোট পান তিরি। চোট এতটাই গুরুতর ছিল, যে অনিশ্চিত হয়ে পড়েছিল মাঠে ফেরা। কিন্তু সব বাঁধা কাটিয়ে কেরালায় আয়োজিত সুপারকাপে ফের মাঠে নামেন ৩১ বছরের স্প্যানিও। তবে দলের খেলায়, তাঁর উপস্থিতির টের পাওয়া যায়নি। এই মরশুমে তাঁর সঙ্গে চুক্তি শেষ মোহনবাগানের। ফলে আগামী মরশুম থেকে চেনা জার্সিতে আর দেখা যাবে না তিরিকে।