আবহাওয়া ব্রেকিং নিউজ

বৃষ্টিতে ভিজলো তিলোত্তমা, আরও বাড়বে দুর্যোগ

স্বস্তির বৃষ্টিতে ভিজল তিলোত্তমা। বৃহস্পতিবার রাত থেকে দুর্যোগ শুরু হয়েছে কলকাতায়। সেইসঙ্গে বইতে থাকে ঝোড়ো হাওয়া। শুক্রবার সকাল থেকে একনাগাড়ে বৃষ্টি হচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী ২৪ ঘণ্টার শহর কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ থাকবে মূলত মেঘলা। একাধিক জেলায় রয়েছে কমলা সতর্কতাও। ইতিমধ্যেই কেরালাতে বর্ষা প্রবেশ করেছে। বঙ্গেও নির্ধারিত সময়ে বর্ষা প্রবেশ করতে পারে বলে মনে করছেন আবহবিদরা। গত কয়েকদিনের ভ্যাপসা গরমে নাভিশ্বাস অবস্থা বঙ্গবাসীর।

মঙ্গলবার পর্যন্ত বঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে, বাতাসে জলীয় বাষ্প থাকায় গরম আরও বাড়বে। একইসঙ্গে উত্তরবঙ্গে রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা।
পূর্বাভাস বলছে, আগামী শনিবার থেকে ঝড়-বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকবে। এদিন কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস থাকবে।

হাওয়া অফিস সূত্রে খবর, মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কম থাকবে। তবে, বাতাসে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প থাকার কারণে বেলা যত বাড়বে অস্বস্তি বাড়তে পারে। দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাকুঁড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের কিছু অংশে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গে অস্বস্তিকর আবহাওয়ার থেকে শেষমেশ রেহাই মিলল বঙ্গবাসীর। এদিকে, শনিবার উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচটি জেলা-দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে।