ছট পুজো আরাধনায় ব্যস্ত তিলোত্তমা। সকাল থেকেই কাতারে কাতারে মানুষ ভিড় জমিয়েছেন গঙ্গা ঘাটে। পুজোর উপকরণ, কলার কাঁদি, ঠেকুয়া নিয়ে পরিবারের সঙ্গে ছট পুজোর আরাধনায় গঙ্গার ঘাটে এসেছেন। সেখানেই সূর্য দেবতাকে প্রণাম জানিয়ে পূজা অর্চনা চলছে। করোনা কালে কিছুটা ভাটা পড়েছিল মাঝের দুবছর। তাই এবছর উপচে পড়া মানুষের ঢল কলকাতা সংলগ্ন গঙ্গা ঘাট গুলিতে। এদিকে ছট পুজকে কেন্দ্র করে জলে স্থলে নিরাপত্তা আঁটোসাঁটো।
ব্রতচারীরা মুখ্যমন্ত্রীর দুদিনের ছুটি ঘোষণায় খুশি। দীর্ঘ করোনার ব্যবস্থাপনায় অনেকটা বদল এসেছে অন্যান্যবারের তুলনায়। যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে ভালো ভাবে। এদিকে মুখ্যমন্ত্রী বেশি করে ঠেকুয়া প্রসাদ তৈরি করতে বলেছেন। সেই মত ঘরের মহিলারা পরিমাণে বেশি ঠেকুয়া বানিয়েছেন।
উল্লেখ্য, ভারতের কয়েকটি কঠিন উৎসবের মধ্যে ছট উৎসব অন্যতম। একটি যা ৪ দিন ধরে চলে। এই উৎসবে ৩৬ ঘন্টা উপবাস রেখে সূর্য দেবতা ও ছটি মাইয়াকে পূজা করা হয় এবং তাদের অর্ঘ্য দেওয়া হয়। ইচ্ছা পূরণের জন্যও এই উপবাস করা হয়। নারীদের পাশাপাশি পুরুষরাও এই উপবাস পালন করেন। কার্তিক মাসের চতুর্থী তিথিতে স্নান, দ্বিতীয় দিনে খরনা এবং তৃতীয় দিনে অস্তগামী সূর্যকে অর্ঘ্য নিবেদন করা হয়। চতুর্থ দিনে উদীয়মান সূর্যকে অর্ঘ্য নিবেদন করে উপবাস ভাঙা হয়। পরিবারের কল্যাণে এই ব্রত পালন করা হয়।