বাংলাদেশে জাতীয় সংসদের নির্বাচন রবিবার । তার আগে অশান্তি ঠেকাতে সেনা মোতায়েন করা হচ্ছে বাংলাদেশে । দেশের মোট ৬২টি জেলাতেই সেনা মোতায়েন করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ প্রতিরক্ষা মন্ত্রক।
প্রতিরক্ষামন্ত্রক জানিয়েছে, সুষ্ঠু ভোটের স্বার্থে আইনশৃঙ্খলা রক্ষার কাজে নির্বাচন কমিশনকে সাহায্য করতে বুধবার থেকেই পথে নামবে সেনা । পাশাপাশি,বঙ্গোপসাগর উপকূলবর্তী ১৯টি উপজেলায় নৌবাহিনীর টহলদার জলযান মোতায়ন করা হবে বলে জানা গিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগের আশঙ্কা ভোটের দিন ভোট বয়কটকারী বিরোধীরা হামলা করতে পারে ।
উল্লেখ্য, এটা বাংলাদেশের ১২তম জাতীয় সংসদ নির্বাচন । বাংলাদেশের মোট ভোটার ১১ কোটি ৯১ লাখ । মোট আসন ৩০০, ম্যাজিক ফিগার ১৫১ । আওয়ামী লিগ, বিএনপি, জাতীয় পার্টি – নির্বাচনে লড়বে এই তিন রাজনৈতিক দল ।