খেলাধুলা ব্রেকিং নিউজ

ভারত পাকিস্তান ম্যাচ ঘিরে কড়া নিরাপত্তা

আহমেদাবাদে মুখোমুখি ভারত পাকিস্তান। এই মুহূর্তে বিশ্বকাপের আর্কষণের কেন্দ্রবিন্দুতে এই ম্যাচ। ভারত-পাক ম্যাচকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে গোটা আহমেদাবাদ শহরকে। বিশেষ করে স্টেডিয়ামের কাছাকাছি নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। হাজার হাজার নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে।জানা গিয়েছে, স্টেডিয়াম ও শহরের নির্দিষ্ট অংশের নিরাপত্তার জন্য নিরাপত্তা সংস্থার ১১ হাজারেরও বেশি কর্মী মোতায়েন করা হয়েছে।

যে কোনও সমস্যা মোকাবেলায় মোতায়েন করা হয়েছে কাউন্টার টেরর ফোর্স, ন্যাশনাল সিকিউরিটি গার্ড, রাপিড অ্যাকশন ফোর্স, হোম গার্ড এবং গুজরাট পুলিশ কর্মীদের। রাখা হচ্ছে বম্ব স্কোয়াডও। সূত্রের খবর, ম্যাচের দিন আহমেদাবাদে সাত হাজারের বেশি পুলিশ এবং চার হাজার হোমগার্ড সেনা মোতায়েন করা হবে। ন্যাশনাল সিকিউরিটি গার্ডের তিনটি দল এবং একটি ড্রোন-বিরোধী দলও ঘটনাস্থলে থাকবে। স্টেডিয়াম সংলগ্ন এলাকাকে ইতিমধ্যেই অ্যান্টি-ড্রোন জোন ঘোষণা করা হয়েছে।

শুক্রবার সকালে দেখা গেল, স্টেডিয়াম চত্বরে ড্রোন উড়িয়ে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে। বিশ্বকাপের নিরাপত্তা নিয়ে দফায় দফায় বৈঠকে বসেছে রাজ্য প্রশাসনের কর্তা ব্যক্তিরা। উল্লেখ্য, এই ম্যাচ টি হওয়ার কথা ছিল ১৫ অক্টোবর। কিন্তু ওই দিন থেকে উত্তর ভারতের সব থেকে বড় অনুষ্ঠান নবরাত্রি শুরু হচ্ছে। এত নিরাপত্তা রক্ষী মোতায়ন করা সম্ভব নয় এই মর্মে গুজরাট সরকার আইসিসি ও বিসিসিআইয়ের কাছে দিন পরিবর্তনের আবেদন জানিয়েছিল। সেই আবেদনে সাড়া দিয়ে ম্যাচের দিন পরিবর্তন করে ১৪ তারিখ করা হয়। উৎসবের মরশুমে নির্বিঘ্নে ম্যাচ আয়োজন করাই এখন চ্যালেঞ্জ গুজরাট প্রশাসনের কাছে।