১ জুন দেশজুড়ে শেষ দফা অর্থাৎ সপ্তম দফার লোকসভা নির্বাচন। পশ্চিমবঙ্গে মোট নয়টি লোকসভা কেন্দ্রে সপ্তম দফার নির্বাচন রয়েছে। সপ্তম দফার ভোটে লোকসভা কেন্দ্রগুলি হল- দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ। এছাড়াও উত্তরপ্রদেশ ও পাঞ্জাবের ১৩ টি করে, বিহারের ৮টি, ওড়িশার ৬টি, হিমাচল প্রদেশের ৪টি, ঝাড়খণ্ডের ৩টি এবং চণ্ডীগড়ের একটি আসনে ওইদিন ভোট গ্রহণ রয়েছে। বাংলার ভোট শান্তিপূর্ণভাবে করাতে এবার আরও কড়া সিদ্ধান্ত নিলেন নগরপাল বিনীত গোয়েল।
সপ্তম দফার ভোটে ১ হাজার ৯০০ কিউআরটি মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। শুধুমাত্র কলকাতায় মোতায়েন থাকবে ৩২৪ ক্যুইক রেসপন্স টিম। সপ্তম দফায় অশান্তি রুখতে ৯৬৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে রাজ্যে। যার মধ্যে কলকাতার জন্য মোট ২৪৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখা হচ্ছে।
বৃহস্পতিবার থেকেই, ৪৫টি নাকা চেকিং পয়েন্ট, এফএসটি ও এসএসটি-র নাকায় হাফ সেকশন করে কেন্দ্রীয় বাহিনী থাকছে।সপ্তম দফায় কলকাতা শহরের নিরাপত্ত ব্যবস্থা আঁটসাঁট করতে ইতিমধ্যেই বৈঠক হয়ে গিয়েছে। ওই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের আধিকারিক ও নির্বাচন কমিশনের উচ্চপদস্থ কর্তারাচ, প্রতিটি থানার ওসি, কলকাতা পুলিশের আইপিএস পদমর্যাদার অফিসাররা ও সেক্টর মোবাইলের দায়িত্বে থাকা আধিকারিকেরা। ১ জুন যাতে কলকাতায় শান্তিপূর্ণভাবে ভোট হয় তার জন্য ইতিমধ্যেই কড়া নির্দেশ দিয়েছেন নগরপাল বিনীত গোয়েল।