সুন্দরবন জঙ্গল। জঙ্গলের গা ঘেঁষে বয়ে গেছে কালিন্দী নদী। সেই নদী পেরিয়ে দক্ষিণ রায় হানা দিল লোকালয়ে। এরপর নদীর পাড়ে বাঁধা ছিল একটি ছাগল। সেই ছাগলটি ধরে বাঘটি বসে বাঁধের উপরে। তারপর গ্রামবাসীদের নজরে আসে। ঘটনা, বসিরহাট জেলার হিঙ্গলগঞ্জ ব্লকের কালিতলা গ্রাম পঞ্চায়েতের পারঘুমটি গ্রামের। অতঃপর গ্রামবাসীরা বাঘটিকে তাড়া করলে সে নদী পেরিয়ে আবার জঙ্গলে ফিরে যায়। এই নিয়ে রীতিমতো রাতের ঘুম উড়েছে সুন্দরবন বাসীর মধ্যে।
ঝিঙ্গা খালি ফরেস্টের বন দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে রয়েছেন। ঘটনায় রীতিমতো আতঙ্কিত সুন্দরবন পাড়ের মানুষ। বনদপ্তরের প্রাথমিক অনুমান, খাবারের সন্ধানে জঙ্গল থেকে নদী পেরিয়ে লোকালয় ঢুকেছিল বাঘ। পাশাপাশি শীতকালে এই সময় বাঘের প্রজনন বৃদ্ধি পায়। সেই কারণে এসেছে কিনা সেটাও দেখছে বনদপ্তর। ইতিমধ্যে কালিতলা গ্রাম পঞ্চায়েত উদ্যোগে একদিকে রাত পাহারা অন্যদিকে মশাল জ্বালিয়ে টিন বাজিয়ে সতর্ক করছে গ্রামবাসীরা পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে প্লাস্টিকের নেট দিয়ে গ্রামকে সুরক্ষিত করার চেষ্টা করছে বনদপ্তরের কর্মীরা। এলাকায় বনদপ্তরের কর্মীরা গ্রামবাসীদের আতঙ্কিত না হওয়ার জন্য বারবার মাইকিং করে সতর্ক করছেন।