রাজ্য

তৃণমূলে যোগ দিল টাইগার

উত্তরবঙ্গের গোর্খা নেতা বিমল গুরুং আগেই এসেছে তৃণমূলের সান্নিধ্যে। এবার তৃণমূলে যোগদান করলেন তরাই–ডুয়ার্সের টাইগার তথা রাজেশ লকরা। এই তরাই–ডুয়ার্স আর পাহাড় মিলিয়ে বড় ভোটব্যাঙ্ক কার্যত নিশ্চিত করল তৃণমূল কংগ্রেস। ভারতীয় মূলনিবাসী আদিবাসী বিকাশ পরিষদের সেন্ট্রাল কমিটির প্রেসিডেন্ট ছিলেন তিনি। তাঁকে দলে টেনে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল মোক্ষম চাল দিল বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
পূর্বে বাম সমর্থক ছিলেন টাইগার তথা রাজেশ লকরা। ২০০৬ সাল পর্যন্ত বাম সমর্থক ছিলেন তিনি। তৃণমূলের দাবি, মালবাজার, নাগরাকাটা, মাদারিহাট, কালচিনি, কুমারগ্রামের মতো পাঁচটি বিধানসভা কেন্দ্রে টাইগারের প্রভাব রয়েছে। প্রভাব রয়েছে তাঁর আদিবাসী বিকাশ পরিষদের। বছর ঘুরলেই বিধানসভা ভোটে উত্তরবঙ্গ জয় করতে গেলে আদিবাসী ভোট টানা অত্যন্ত জরুরি। আর সেক্ষেত্রে রাজেশ লকরার তৃণমূলে যোগদান তাৎপর্যপূর্ণ।
তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পর টাইগারের বক্তব্য, ‘‌এই এলাকাগুলিতে কম করে ৭৫ শতাংশ আদিবাসী ভোট রয়েছে। আদিবাসীদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ করছেন, সেই জন্যই দলে যোগদান।’‌ দলীয় সূত্রে খবর, এই মাসের শেষের দিকে বিরসা মুন্ডার মূর্তি উদ্বোধনও করা হবে। যদিও গুরুং–এর বিপরীত পন্থী হিসেবে পরিচিত টাইগার তথা রাজেশ লকরা। এই বিষয়ে প্রশ্ন করা হলে টাইগার জানান, ‘‌বাংলাকে ভাগ হতে দেব না।’‌