ব্রেকিং নিউজ রাজ্য

শুরু টিকিট বুকিং, হাওড়া-পুরী বন্দেভারতের সৌজন্যে এবার সাড়ে ৬ ঘণ্টায় সমুদ্র সৈকতে পাড়ি

এবার মাত্র সাড়ে ৬ ঘণ্টায় হাওড়া থেকে পুরী পৌঁছতে পারবেন পর্যটকরা। বৃহস্পতিবার হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনী সফর। শনিবার থেকে এই রুটে নিয়মিত চলবে ট্রেন।

১৬ কামরার বন্দে ভারত এক্সপ্রেসে দু’টি শ্রেণি থাকবে। সাধারণ এবং এগজিকিউটিভ ক্লাস। চেয়ার কারে হাওড়া থেকে পুরী যেতে গুনতে হবে ১,২৬৫ টাকা। সেখানে এগজিকিউটিভ ক্লাসের ভাড়া ২,৪২০ টাকা। আজ থেকেই শুরু হয়েছে টিকিট বুকিং।

রেল সূত্রে খবর, হাওড়া থেকে সকাল ৬টা ১০ মিনিটে রওনা দেবে ২২৮৯৫ বন্দে ভারত এক্সপ্রেস। পুরী স্টেশনে ঢুকবে দুপুর ১২টা ৩৫ মিনিটে। ওই দিন দুপুরেই ১টা ৫০ মিনিটে হাওড়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে বন্দে ভারত। হাওড়া পৌঁছবে রাত সাড়ে আটটায়৷

গত মাসের ২৮ তারিখ প্রথম হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের মহড়া যাত্রা শুরু হয়। সকাল ৬টা ১০ মিনিটে হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্স থেকে পুরীর উদ্দেশে যাত্রা শুরু করে৷ ওই দিন দুপুর সাড়ে ১২টায় পুরী ঢোকে বন্দে ভারত। আবার ওই দিন দুপুরেই পুরী থেকে রওনা দিয়ে রাত ৮টার মধ্যে হাওড়ায় পৌঁছে যায় বন্দে ভারত। এবার থেকে একই দিনে পুরী গিয়ে আবার ফিরেও আসা যাবে। বন্দে ভারতে চেপে জগন্নাথ ধামে পৌঁছতে লাগবে মাত্র সাড়ে ৬ ঘণ্টা৷

এতদিন হাওড়া এবং শিয়ালদহ স্টেশন থেকে যে সমস্ত দূরপাল্লার ট্রেন পুরী যেত, তাতে সময় লাগত প্রায় ৮ ঘণ্টা। সেখানে বন্দে ভারতে গেলে অনেকটাই সময় বাঁচবে। এই রুটে ঘণ্টায় ৭৭ কিমি গতিতে ছুটবে বন্দে ভারত। সর্বোচ্চ বেগ থাকবে ঘণ্টায় ১৩০ কিমি।