ঘূর্ণাবর্তের জেরে মঙ্গলবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার রাত থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টি শুরু হয়েছে। মঙ্গলবার ভারী বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। কোনও কোনও রাজ্যে শিলাবৃষ্টিও হতে পারে। বজ্রপাত সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ২২ মার্চ পর্যন্ত।
বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। মঙ্গলবার এবং বুধবারের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার হলুদ সতর্কতা জারি রয়েছে। আলু ও সবজি চাষে ক্ষতির আশঙ্কা রয়েছে। তারই মধ্যে বুধবার থেকে ধীরে ধীরে রাজ্যের তাপমাত্রা বাড়তে শুরু করবে। শুধু দক্ষিণবঙ্গে নয়, উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতেও রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা।
কলকাতা ও তার আশেপাশের এলাকায় বিকেলের পর থেকে তুমুল বৃষ্টি হবে। সেইসঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া। আগামী বৃহস্পতিবার পর্যন্ত এমন দুর্যোগ চলবে দক্ষিণবঙ্গে। এদিকে, শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রাও ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। ভ্যাপসা গরমে বাড়বে ভোগান্তি। উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় অবস্থান করেছে পশ্চিমী ঝঞ্ঝা। পূর্বাভাস বলছে, মঙ্গলবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বিকেলের পর থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে।
ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া। ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় সর্বাধিক ৪০ থেকে ৫০ কিলোমিটার হতে পারে। দিনের তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের ওপর থাকবে। বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সতর্কতা দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারে। মালদা ও উত্তর এবং দক্ষিণ দিনাজপুরেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে তিন জেলায়।