কয়েকদিন ধরে উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রচুর বৃষ্টি হয়েছে। এবার বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে নিম্নচাপ। ফলে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকছে বাংলায়। তা জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছিল আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। আর গুরু পূর্ণিমার সকাল থেকেই শুরু হয়ে গেল মুষলধারে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, রবিবার দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টি হবে কলকাতা–সহ বিভিন্ন জেলায়। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৮ ডিগ্রি সেন্টিগ্রেড। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, সক্রিয় রয়েছে মৌসুমী বায়ু। আগামী ৪৮ ঘন্টা দক্ষিণবঙ্গ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বারবারই বৃষ্টি হচ্ছে মহানগরে। সকাল থেকে কলকাতা এবং দুই ২৪ পরগনায় বৃষ্টি হচ্ছে বলে খবর। মৌসুমী অক্ষরেখা উত্তরবঙ্গ থেকে নীচের দিকে সরে আসায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কিছু বাড়বে আগামী বেশ কয়েকদিন।
দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দুই ২৪ পরগনা. হাওড়া, হুগলি, মেদিনীপুরের মতো জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস। গত সপ্তাহে গরমে জেরবার হয়েছে গোটা দক্ষিণবঙ্গ। উত্তরবঙ্গ–সহ গোটা রাজ্যেই আপাতত সক্রিয় থাকবে বর্ষা। তবে কলকাতার আকাশ মেঘলাই থাকবে এবং আগামী দু’দিন বৃষ্টি হবে বলে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।