ব্রেকিং নিউজ রাজ্য

রোমহর্ষক! ভয়াল-ভয়ঙ্কর ভূত দেখতে মন্তেশ্বরে ছুটছেন আবালবৃদ্ধবনিতা

গা ছমছম ও আলো-আঁধারী পরিবেশে লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছে অস্থিসার বিশিষ্ট কঙ্কালরা। সঙ্গে আবার গা শিউরে ওঠা ভয়াল-ভয়ঙ্কর ভূতের ডাকও শোনা যাচ্ছে মূহুর্মূহু। এমনই অদ্ভূত এক ভৌতিক পরিবেশের মায়াজালে আচ্ছন্ন এলাকায় চলছে আবার হোম যজ্ঞাদির মত কর্মকান্ড।

ঘন্টার পর ঘন্টা ধরে রোমহর্ষক এমনই এক ঘটনা চলার পর এলাকার মানুষের মনে তৈরী হয়েছে তীব্র কৌতুহল। আর তা দেখতে ও জানতেই মন্তেশ্বরের বাসষ্ট্যান্ড সংলগ্ন এলাকায় দূরদূরান্ত থেকে আসা মানুষজনের ভিড়ে উপচে পড়ছে। নবদিগন্ত সংঘের নজরকাড়া মানুষ ঝুলনযাত্রার এমনই এক প্যান্ডেলকে ঘিরে আবালবৃদ্ধবনিতার মধ্যে তৈরী হয়েছে ব্যাপক উন্মাদনা।

পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন প্রান্তে জোরকদমে চলছে জাঁকজমকপূর্ণ ঝুলন উৎসব। কালনা- ১ ব্লকে এই উৎসব আবার শারদোৎসবের সমান। তাই কোথাও কোথাও এই উৎসব চলে আবার পাঁচ সাত দিন ধরে। সাম্প্রতিকতম বিভিন্ন ঘটনাকে বিভিন্ন থিমের মাধ্যমে তুলে ধরার পাশাপাশি এলাকার উৎসাহী যুবক যুবতীরা বিভিন্ন সাজে সেজে নিজেদের উপস্থাপন করে ঝুলনযাত্রার নজরকাড়া থিমের প্যান্ডেলে।

১৩ বছরে পদার্পন করা মন্তেশ্বরের নবদিগন্ত সংঘের মূল থিমের প্যান্ডেলে এবার শোভা পাচ্ছে করোনার টিকাকরন সহ করোনা আবহে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও পুলিশের অবদানের মত বিভিন্ন ঘটনা। তার পাশেই আরও একটি প্যান্ডেলে ‘মহাকাল ও কৈলাস’ থিমের উপস্থাপনা করেছেন এই উদ্যোক্তারাই।

রীতিমত কঙ্কালের মাথা পাশে রেখে হোমযজ্ঞাদির আগুন জ্বালিয়ে চলছে আবার দেবদেবীর আরাধনা। স্বাভাবিক কারণেই এমনই এক পরিবেশে ঢুকেই গায়ের লোম খাড়া হয়ে যাওয়ার মত ঘটনা ঘটছে সকলেরই। কেঁদে উঠছে কচিকাঁচারাও।