জেলা ব্রেকিং নিউজ

লক্ষাধিক টাকার মাদক–সহ গ্রেপ্তার ৩

ব্রাউন সুগার ও নগদ টাকা–সহ তিন যুবককে গ্রেপ্তার করল ডালখোলা থানার পুলিশ। আটক করা হয়েছে দুটি মোটরবাইক। পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া ব্রাউন সুগারের আনুমানিক বাজার মূল্য আড়াই লক্ষ টাকা। ধৃতদের শুক্রবার ইসলামপুর মহকুমা আদালতে তোলা হয়েছে। এই মাদক পাচারের সঙ্গে বড় কোনও পাচারচক্র জড়িত রয়েছে কিনা তার তদন্ত শুরু করেছে ডালখোলা থানার পুলিশ।

পুলিশ সূত্রে আরো খবর, গোপন সূত্রে খবর পেয়ে ডালখোলা থানার পুলিশ পুর্নিয়া মোড় এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কের ধারে রাজদরবার হোটেলের সামনে দুটি মোটরবাইকে তল্লাশি চালালে তাদের কাছ থেকে ২৬০ গ্রাম ব্রাউন সুগার এবং নগদ ৩৩ হাজার টাকা উদ্ধার করে। আটক করা হয় দুটি মোটরবাইকই এবং গ্রেপ্তার করা হয় মাদক পাচারের সঙ্গে যুক্ত তিন যুবককে।

ধৃতরা হল রকিবুল, আনারুল হক, এবং আকমল হোসেন। ধৃতদের তিনদিনের পুলিশ রিমান্ড চেয়ে শুক্রবার ইসলামপুর মহকুমা আদালতে তোলা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে ডালখোলা থানার পুলিশ। তবে পুলিশ মনে করছে এই চক্রের পিছনে আরও মাথা কাজ করছে। জেরা করলে নাগাল পাওয়া যাবে সেই মাথাদের। এগুলি কোথায় পাচার করা হচ্ছিল তাও জানার চেষ্টা চলছে।