জেলা

জলের ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে দুর্ঘটনার কবলে চার শ্রমিক

উত্তর 24 পরগনা জেলার স্বরূপনগর থানার চারঘাট বাজার এলাকায় এক পরিত্যক্ত জলের ট্যাংক পরিষ্কার করতে উঠে দুর্ঘটনার শিকার চার শ্রমিক।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজ্য সরকারের পি এইচ ই দপ্তরের তত্ত্বাবধানে ১৯৯৩ সালে জলের ট্যাংকটি তৈরি হয় স্থানীয় মানুষদের পরিস্রুত পানীয় জল সরবরাহের জন্য। প্রথম কিছুদিন সাধারণ মানুষ পরিস্রুত পানীয় জল পেলেও ধীরে ধীরে বন্ধ হয়ে যায় জল-সরবরাহ। স্থানীয় পঞ্চায়েতের তরফ থেকে পি এইচ ই দপ্তরে যোগাযোগ করার পর পুনরায় তাঁরা জল সরবরাহের সিদ্ধান্ত নেয়।

এরপরই একটি সংস্থার তরফ থেকে চারজন ঠিকা শ্রমিক জলের ট্যাঙ্কটিকে পরিষ্কার করতে বুধবার সকালে এলাকায় আসেন। সিঁড়ি দিয়ে উপরে উঠতেই বাধে বিপত্তি। ঝর ঝর করে সিঁড়ি ভেঙে পড়ে যায়। ঘটনায় আহত হয় তিনজন। ওপরে ট্যাংকে আটকে যায় এক শ্রমিক। ঘটনাস্থলে আসে চারঘাট ফাঁড়ির পুলিশ ও গোবরডাঙ্গার দমকল কেন্দ্রের আধিকারিকরা। তড়িঘড়ি আহতদের চারঘাট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার পর অবস্থা অবনতি হওয়ায় অন্যত্র পাঠান হয়। পাশাপাশি গ্রামবাসীদের সহযোগিতায় প্রায় চার ঘণ্টা পর আটকে থাকা শ্রমিককে নিচে নামায় দমকলের কর্মীরা।
ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।