নিম্নমুখী হতে শুরু করেছিল দেশে করোনা সংক্রমণ। কিন্তু টানা কয়েক সপ্তাহ ধরেই তা ফের একবার তা উল্টো পথে হাঁটতে শুরু করেছে। ক্রমশ বাড়ছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টাতেই দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ২৩০ জন, যা বিগত তিন সপ্তাহে সর্বাধিক। আর তাতেই উদ্বেগ বাড়িয়েছে দেশের মানুষের।
কয়েক সপ্তাহ ধরেই উত্তর–পূর্ব ভারতের রাজ্যগুলি ও কেরলে ফের সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। ত্রিপুরাতেও সাপ্তাহিক লকডাউন চলছে। চলছে নাইট কার্ফু। তার কারণ হিসাবে আর–ফ্যাক্টরকেই দায়ী করা হয়েছে। আর ফ্যাক্টরের মাধ্যমে সংক্রমণ কোন গতিতে এগোচ্ছে, তা বোঝা যায়। বিগত কয়েক সপ্তাহে তা কেরল ও উত্তর–পূর্ব ভারতেই বেড়েছে আর ফ্যাক্টর। কেরলে বিগত তিনদিন ধরেই ২২ হাজারের বেশি আক্রান্তের খোঁজ মিলছে, যা দেশের দৈনিক আক্রান্তের অর্ধেক।
আর ভ্যালু ০.৯৫ হওয়ার অর্থ হল, প্রতি ১০০ জন করোনা আক্রান্ত গড়ে আরও ৯৫ জনকে সংক্রমিত করেন। যদি আর ভ্যালু ১ শতাংশের নীচে থাকে, তবে বোঝা যায় নতুন করে আক্রান্তদের সংখ্যা বর্তমানে সক্রিয় রোগীর তুলনায় কম। জুলাইয়ের শুরু থেকেই তা ফের বাড়তে শুরু করে এবং গত ৩ থেকে ২২ জুলাইয়ের মধ্যে তা ০.৯৫-এ বেড়ে দাঁড়ায়।
কেরলে ব্যাপক হারে সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ইতিমধ্যেই কেন্দ্রের তরফে একটি বিশেষ দল পাঠানো হয়েছে পরিস্থিতি খতিয়ে দেখার জন্য। কর্নাটকেও বৃহস্পতিবার একলাফে সংক্রমণ বেড়েছে ৩৪ শতাংশ। কেবল বেঙ্গালুরু থেকেই করোনা আক্রান্ত হয়েছে ৫০৫ জন। স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, দেশে ১৩৪ কোটি জনগণের মধ্যে ৬৭.৬ শতাংশের দেহে ইতিমধ্যেই করোনার অ্যান্টিবডি তৈরি হয়েছে।