Three militants were killed in a clash with security forces in Pulwama, Jammu and Kashmir. An army jawan was also killed in the incident.
দেশ লিড নিউজ

তিন জঙ্গি নিকেশ পুলওয়ামায়, তপ্ত ভূস্বর্গ

জম্মু–কাশ্মীরের পুলওয়ামায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হল তিন জঙ্গি।এই ঘটনায় একজন সেনা জওয়ানেরও মৃত্যু হয়েছে।বড় ধরণের নাশকতা করার ছক ছিল তাদের বলে খবর।এক জঙ্গি আত্মসমর্পণ করেছে বলেও খবর৷
সেনাবাহিনী সূত্রে খবর, সংঘর্ষ শুরু হয়েছে শুক্রবার রাত থেকে।পুলিশ গোপন সূত্রে খবর পায় পুলওয়ামার জাদুরা এলাকায় কয়েকজন জঙ্গি গা ঢাকা দিয়ে আছে।তারপর সেনা আর পুলিশের যৌথবাহিনী জায়গাটাকে ঘিরে ফেলে।আর শুরু হয় তল্লাশি।পুলওয়ামা জেলাতেও জঙ্গিদের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর গুলির লড়াই রাতভর চলে৷এখনও পর্যন্ত তিনজন জঙ্গিকে নিকেশ করেছে বাহিনী৷
এদিকে জঙ্গির আত্মসমর্পণের ঘটনা কাশ্মীরের সাম্প্রতিক ইতিহাসে নেই। জঙ্গিদের পরিচয় এখনও জানা যায়নি।তারা কোন জঙ্গিগোষ্ঠীর সেটাও এখনও জানা যায়নি।কোনও জঙ্গি লুকিয়ে রয়েছে কিনা তার খোঁজ চালাচ্ছেন জওয়ানরা। তবে যে জঙ্গি আত্মসমর্পণ করেছে তার পরিচয় এখনও জানানো হয়নি।
অন্যদিকে কয়েকদিন আগে নিসার আহমেদ ভাট নামে এক পঞ্চায়েত সদস্যকে অপহরণ করা হয়৷ বৃহস্পতিবার তাঁর মৃতদেহ পাওয়া যায়৷ শুক্রবার রাত থেকে দক্ষিণ কাশ্মীরের জাদুরা এলাকায় জঙ্গি দমন অভিযান শুরু করে কেন্দ্রীয় বাহিনী৷ মৃত জঙ্গিদের দু’‌জন এই ঘটনার সঙ্গে জড়িত বলে দাবি পুলিশের৷

ছবি—এএনআই।