ফের সাফল্য পেল ভারতীয় সেনাবাহিনী। সোমবার জম্মু–কাশ্মীরের সোপোরে সন্ত্রাস দমন অভিযানে তিন জঙ্গিকে নিকেশ করল ভারতীয় জওয়ানরা। এদের মধ্যে এক জঙ্গি লস্কর–ই–তৈবা দলের মোস্ট ওয়ান্টেড শীর্ষ কমান্ডার ছিল। পুলিশ সূত্রে খবর, সোমবার সকালেই অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশ। সেখানেই খতম হয়েছে তিন জঙ্গি।
সেনাবাহিনী সূত্রে খবর, একাধিক অপরাধের সঙ্গে যুক্ত মোস্ট ওয়ান্টেড মুদাসির পণ্ডিত। সারারাত এই অপারেশন চালিয়ে সকালে খতম করা হয়েছে। বারামুলার সোপোরে এদিন অভিযান চালায় সেনাবাহিনী ও জম্মু–কাশ্মীর পুলিশের একটি দল। কাশ্মীরের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ বিজয় কুমার জানান, উত্তর কাশ্মীরের সোপোর দেলার গান্ড ব্রাথ এলাকায় অভিযান চালানো হয়েছিল। সাধারণ মানুষের কাছে বিরাট খুশির খবর হল মুদাসির পণ্ডিতের খতম হওয়া। এখানকার কাউন্সিলর ও একাধির সাধারণ মানুষের মৃত্যুর দায় ছিল মুদাসিরের।
উল্লেখ্য, রবিবার রাতে ভারতীয় জওয়ানেরা কর্ডন করে এবং তল্লাশি অভিযান শুরু করে। বহুদিন ধরেই জওয়ানদের কাছে ওই এলাকায় তিন জঙ্গির লুকিয়ে থাকার খবর ছিল। তারই সঙ্গে মুদাসিরও যে ওখানে রয়েছে তা জানতে পারেন জওয়ানেরা। কাশ্মীর জোন পুলিশের তরফে ট্যুইটেও অভিযানের সাফল্য বর্ণনা করা হয়েছে। চলতি বছরের মার্চ মাসে বিজেপি কাউন্সিলর ও এক পুলিশকর্মীকে খুনের অভিযোগ ছিল মুদাসিরের বিরুদ্ধে। এদিনের অপারেশনে তিন জঙ্গিকেই নিকেশ করা গিয়েছে।