দেশ ব্রেকিং নিউজ

তিন রাজ্যে পরিদর্শনে কেন্দ্রীয় দল

দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এই পরিস্থিতির প্রকৃত কারণ কি, তা খুঁজতে আসছে কেন্দ্রীয় দল। গত এপ্রিল মাসে করোনা পরিস্থিতি খতিয়ে দেখার জন্য পশ্চিমবঙ্গ–সহ বেশ কিছু রাজ্যে পরিদর্শনে গিয়েছিল কেন্দ্রীয় পর্যবেক্ষক দল। দু’মাস পর ফের পর্যবেক্ষণে আসছে তারা। তবে শান্তির কথা হল, এবার তালিকায় পশ্চিমবঙ্গ নেই। শান্তির কথা উল্লেখের কারণ হল, কেন্দ্রীয় দল ও রাজ্য সরকারকে নিয়ে যে রাজনৈতিক টানাপোড়েন চলেছিল সেটা আর দেখতে হবে না বাংলার মানুষকে।
তাহলে কোন কোন রাজ্যে আসবে কেন্দ্রীয় দল?‌ কেন্দ্রীয় দলের পর্যবেক্ষণের তালিকায় রয়েছে গুজরাত, মহারাষ্ট্র আর তেলঙ্গানা। নির্ধারিত সূচি অনুযায়ী, শুক্রবার সকালেই গুজরাতে পৌঁছেছে দলটি। নেতৃত্বে রয়েছেন স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল। গুজরাতে আক্রান্তের সংখ্যা ৩০ হাজারের কাছাকাছি চলে গিয়েছে। কিন্তু নমুনা পরীক্ষা হয়েছে মাত্র তিন লক্ষ ৪৫ হাজার। মৃত্যুহারেও (৫.২৯ শতাংশ) এখন সবার ওপরে রয়েছে গুজরাত।
প্রায় দেড় লক্ষ আক্রান্ত নিয়ে রাজ্য হিসেবে সবার ওপরে রয়েছে মহারাষ্ট্র। মৃত্যু হয়েছে ৬,৯৩১ জনের। গত কয়েক দিনের প্রবণতা চরম উদ্বেগ তৈরি করেছে তেলঙ্গানায়। কারণ সেখানে মাত্র ৭০,৯৩৪টি নমুনার মধ্যে পজিটিভ হয়েছে ১১,৩৬৪টি নমুনা। অর্থাৎ খুবই ভয়ের ইঙ্গিত দিচ্ছে। তাই এই তিন রাজ্য পরিদর্শনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এই তিন রাজ্যে নমুনা পরীক্ষা কীরকম হচ্ছে, কনটেনমেন্ট জোনে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, হাসপাতাল আর কোয়ারেন্টাইন কেন্দ্রের পরিকাঠামো খতিয়ে দেখবে এই দলটি।