ব্রেকিং নিউজ রাজ্য

ডেঙ্গি নিয়ে তিন দফায় বৈঠকে বসতে চলেছে নবান্ন

রাজ্যে ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি। এই পরিস্থিতিতে ডেঙ্গি নিয়ে তিন দফায় বৈঠকে বসতে চলেছে নবান্ন। তবে,মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বৈঠকের আগে গোটা ডেঙ্গি পরিস্থিতি নিয়ে রিপোর্ট সংগ্রহ করা হতে পারে বলেই জানা গিয়েছে।

সূত্রের খবর, বুধবার মেডিক্যাল কলেজগুলির অধ্যক্ষ, এম‌এসভিপি, সিএম‌ওএইচদের সঙ্গে বৈঠক করবেন তিনি। সরকারি হাসপাতালের পরিকাঠামো নিয়ে রিপোর্ট সংগ্রহ করবেন বলেই সূত্রের খবর। বৃহস্পতিবার, মেডিসিন বিভাগ, শিশুরোগ চিকিৎসকদের সঙ্গে আলোচনা করবেন তিনি। এদিন ডেঙ্গিতে মৃত্যুর কারণ কী, তা নিয়ে মতামত দেবেন বিশেষজ্ঞরা। আর শুক্রবার বেসরকারি হাসপাতালগুলির সঙ্গে বৈঠক হবে নবান্নের।

ইতিমধ্যেই ডেঙ্গি মোকাবিলায় স্বাস্থ্য দফতর ও পুরসভার বিরুদ্ধে সুর চড়াতে শুরু করেছেন বিরোধীরা। সোমবারও শহরের দু-প্রান্তে কংগ্রেস ও বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ-মিছিলের আয়োজন করা হয়। আর তা নিয়েই একযোগে বিরোধীদের নিশানা শানিয়েছেন ফিরহাদ হাকিম।

যদিও প্রতিবাদের সেই রাস্তার বিরোধীরা অপব্যবহার করছে বলে জানিয়ে তাঁর খোঁচা, “পারলে আদিত্যনাথের রাজ্যে গিয়ে বিক্ষোভ দেখান, কারণ ওখানে ডেঙ্গির প্রকোপ এবারে সবথেকে বেশি। ওখানে গিয়ে পারবেন না, কারণ ওঁদের পুলিশ মেরে তুলে দেয়। ওখানে বুলডোজার চলে আর বাংলায় গণতন্ত্র।”

কলকাতায় এখনও অবধি ২৬ জনের মৃত্যু হয়েছে। আর শহরে আক্রান্তের সংখ্যা ৬ হাজার পেরিয়ে গেছে। কলকাতা পুরসভার সূত্রে খবর, শহরের ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ১২টি ওয়ার্ডে ১০০-জনের বেশি ডেঙ্গিতে আক্রান্ত। কলকাতায় ক্রমশই আতঙ্ক বাড়াচ্ছে ডেঙ্গি থ্রি। আচমকাই ডেঙ্গির প্রকোপ বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন প্রশাসন।