শুক্রবার রেশন বন্টন দুর্নীতি মামলায় ইডি দফতরে হাজিরা দিলেন খাদ্য ভবনের তিন আধিকারিক। হাতে ছিল বেশ কিছু নথিপত্র। সূত্রের খবর, মূলত উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা এলাকায় কত রেশন দোকান রয়েছে, কত রেশন কার্ড রয়েছে, পাশাপাশি কত মিল রয়েছে, সেই সব তথ্য জানতেই তাঁদের তলব করা হয়। সেই নথি নিয়ে ইডি দফতরে হাজির হন খাদ্য ভবনের তিন আধিকারিক।
উল্লেখ্য, রেশন দুর্নীতিকাণ্ডে আগেই ইডির হাতে গ্রেফতার হয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং তাঁর ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমান। তাঁদের জিজ্ঞাসাবাদের পরই উঠে এসেছিল বারিক বিশ্বাস, রাধাকৃষ্ণ রায়, রুদ্রনীল পালিত, আনিসুর রহমান, মুকুল রহমানদের নাম। এঁরা সকলেই চালকলের মালিক, এছাড়া বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িত।