আবারও এনকাউন্টারে কেঁপে জম্মু–কাশ্মীর। ফের আবার গুলির লড়াই সেই পুলওয়ামাতেই। এই নিয়ে উপত্যকায় একদিনে দু’বার গুলির লড়াই হলো সেনাবীহিনীর সঙ্গে জঙ্গিদের। তবে এবার তিন জঙ্গিকে নিকেশ করেছে সেনা। নিকেশ তিনজন জৈশ–ই–মহম্মদ সন্ত্রাসবাদী। ভারতীয় সেনার রাষ্ট্রীয় রাইফেল, সিআরপিএফ এবং জম্মু–কাশ্মীর পুলিশের যৌথ অভিযানে সফলতা মিলল।
গোপন সূত্রে পাওয়া খবর পাওয়া গিয়েছিল, পুলওয়ামা এলাকায় সন্ত্রাসবাদীরা লুকিয়ে রয়েছে। এরপরই বুধবার সকালে গোটা এলাকা ঘিরে ফেলে সেনাবাহিনী। তখন জওয়ানদের লক্ষ্য করে গুলি ছুঁড়তে শুরু করে সন্ত্রাসবাদীরা। পালটা গুলি চালায় সেনাবাহিনীও। শুরু হয় তীব্র গুলিবিনিময়। পুলওয়ামার কঙ্গন মুরান গ্রামের বাসিন্দারা গুলির শব্দে আতঙ্কিত হয়ে পড়েন। জম্মু–কাশ্মীর পুলিশের ডিরেক্টর জেনারেল দিলবাগ সিং জানান, সেখানেই তিন জৈশ–ই–মহম্মদ জঙ্গিকে নিকেশ করেছে সেনাবাহিনী।
ওই এলাকায় আর কোনও সন্ত্রাসবাদী লুকিয়ে রয়েছে কি না তার খোঁজে শুরু হয়েছে চিরুনি তল্লাশি। সূত্রের খবর অনুযায়ী, নিহতদের মধ্যে একজন জৈশ কমান্ডারও রয়েছেন। মঙ্গলবার এই পুলওয়ামারই ত্রাল এলাকায় গুলির লড়াইয়ের পর দুই জঙ্গিকে নিকেশ করেছিল সেনা। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছিল দুলি একে–৪৭ বন্দুক। সোমবারও নৌশেরার লাইন অব কন্ট্রোলের কাছে অনুপ্রবেশকারী তিন জঙ্গিকে খতম করেছিল সেনা। এই নিয়ে জম্মু –কাশ্মীরে লকডাউন জারি হওয়ার পর থেকে ৪৬ জন জঙ্গিকে খতম করেছে সেনা। যার মধ্যে হিজবুল কমান্ডার নায়কুও রয়েছে।
