জেলা ব্রেকিং নিউজ

বালি চাপা পড়ে মৃত তিন

রাতের অন্ধকারে অবৈধভাবে ট্রাক্টরে বালি লোড করার সময় বালি চাপা পড়ে মৃত্যু হল তিনজনের।সোমবার সকালে ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো শিলিগুড়ির মাটিগাড়া থানার অন্তর্গত বানিয়াখারী ত্রিপালী জোত এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃতরা হলেন রোহিত সাহানি,শ্যামল সাহানি ও মুনু কুমার।এর মধ্যে রোহিত সাহানি ও শ্যামল সাহানি নাবালক।তাদের দুজনের বয়স ১৫ বছর।ঘটনার খবর এলাকায় চাউর হতেই ঘটনাস্থলে ছুটে আছেন মাটিগাড়া থানার পুলিশ।

সূত্র মারফত জানা যায় জানুয়ারি মাস থেকে বালাসন নদীতে সমস্ত রকম বালি পাথর তোলা ওপর নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন।কিন্তু প্রশাসনের নিষেধাজ্ঞাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে রাতের অন্ধকারে ট্রাক্টরে করে অবাধে চুরি হচ্ছে বালি,পাথর।

অভিযোগ, একইভাবে গতকাল রাতে ট্রাক্টরে ওই তিনজন বালি লোড করছিল। হটাৎ বালিও পাথরের ঢিপ ধসে পড়ে ঐ তিনজন শ্রমিকের উপর ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। যদিও ঘটনায় আরও একজন আহত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। ঘটনাস্থলে পুলিশ এবং স্থানীয়দের সহযোগিতায় বুলডোজারের মাধ্যমে বালি সরিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ। বালি মাফিয়াদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে মাটিগাড়া থানার পুলিশ।