জেলা

নিহত তিন সিভিক ভলেন্টিয়ার

বিধানসভা নির্বাচনের প্রথম দফা ২৭ মার্চ। সুতরাং জেলায় জেলায় কড়া নজরদারি শুরু করেছে পুলিশ। কোথাও যাতে কোনও গণ্ডগোল না হয় তার জন্য চলছে তল্লাশি। এই পরিস্থিতিতে আসামী ধরতে গিয়ে ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়ল পুলিশের গাড়ি। আর তার জেরে প্রাণ হারালেন তিন সিভিক ভলেন্টিয়ার। এককথায় যা মর্মান্তিক।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার গভীর রাতে জালালপুরে। গোপন সূত্রে খবর পেয়ে করেকজন আসামীকে ধরতে যায় কলিয়াচক থানার পুলিশ। খবরটি সঠিকই ছিল। আইসির নেতৃত্বে তিনটি গাড়ি ওই অভিযানে সামিল হয়। একটি গাড়িতে ছিল ৬–৭ জন সিভিক ভলেন্টিয়ার। জালালপুরে ৩৪ নম্বর জাতীয় সড়কের উপরে ডাঙ্গা গ্রামে সিভিক ভলেন্টিয়ারদের গাড়িটি উল্টে যায়। গতি বেশি থাকার জন্যই এটা ঘটেছে বলে খবর। এতে তিনজন সিভিক ভলেন্টিয়ার গুরুতর আহত হন।
এই দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই রাতে আহতদের মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের অবস্থা আশঙ্কাজনক থাকায় আজ সকালে মৃত্যু হয় তিন সিভিক ভলেন্টিয়ারের। নিহত তিন সিভিক ভলেন্টিয়ারের নাম প্রদীপ মণ্ডল, রাজা শেখ এবং ওয়াহেদুর শেখ। কীভাবে ওই দুর্ঘটনা ঘটল তা এখনও জানা যায়নি। তবে সূত্রের খবর গতির কারণেই গাড়িটি উল্টে যায়। গোটা ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ।