আবার শিশু–মৃত্যুর ঘটনা ঘটল উত্তরবঙ্গে। আর তা নিয়ে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে। উত্তরবঙ্গে শিশুদের মধ্যে জ্বরের প্রকোপ বাড়ছে। রবিবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে একই দিনে মৃত্যু হল ৩ শিশুর। এরা সবাই পিকু-তে ভর্তি ছিল।
মৃতদের মধ্যে রয়েছে শিলিগুড়ির প্রধাননগরের বাসিন্দা সহিদুল হক। বয়স ১১ বছর। পাশাপাশি মৃত্যু হয়েছে ধুপগুড়ির বাসিন্দা অয়ন বিশ্বাস(দেড় মাস) এবং শিলিগুড়ির ফুলবাড়ির বাসিন্দা নিখাত পারভিনের। বয়স মাত্র আট মাস।
হাসপাতাল সূত্রে খবর, মৃত শিশুদের জ্বর ও শ্বাসকষ্ট ছাড়াও অন্য়ান্য শারীরিক উপসর্গ ছিল। তবে চিকিত্সকেরা আপ্রাণ চেষ্টা করেছিলেন। এই মুহূর্তে উত্তরবঙ্গ মেডিক্যালের শিশু বিভাগে ভর্তি রয়েছে ৬০টি শিশু। এদের অনেকেরই জ্বর ও শ্বাসকষ্টের উপসর্গ রয়েছে।
অজানা জ্বরের পর এই ঘটনায় সবাইকে ভাবিয়ে তুলেছে। জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল নিখাত পারভিন। কিন্তু শেষপর্যন্ত রক্তে সংক্রমণ ধরা পড়ে তার। রবিবার মৃত্যু হয় নিখাতের। হাসপাতাল সূত্রে খবর করোনা টেস্ট করা হয়েছিল নিখাতের। কিন্তু তাতে নেগেটিভ পাওয়া যায়।