জেলা ব্রেকিং নিউজ

মাকে খুনের অভিযোগে ছেলে-বউমা সহ গ্রেফতার তিন

মাকে খুনের অভিযোগে ছেলে বৌমাকে গ্রেপ্তার করল পুলিশ

গত বুধবার বনগাঁর নতুন গ্রামের মাঝেরপাড়া এলাকায় পাট ক্ষেতের মধ্যে থেকে এক মহিলার পচাগলা দেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ সেই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বনগাঁ মহকুমা হাসপাতালে পাঠিয়েছিল।

পুলিশ সূত্রে জানা গেছে বনগাঁ মহকুমা হাসপাতালে গিয়ে উদ্ধার হওয়া মহিলার মৃতদেহটি সনাক্ত করে তার নাতনি। পুলিশ জানিয়েছে মৃতার নাম সীমা দে।

এই ঘটনায় মৃতার বড় ছেলে গোপাল দে বৃহস্পতিবার বনগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তার অভিযোগ তার ছোট ভাই সহদেব দে, তার স্ত্রী নুপুর দে এবং তার বন্ধু গোপাল শীল মিলিতভাবে তার মাকে খুন করেছে। অভিযোগ বেশ কিছুদিন ধরেই তার মায়ের সাথে বিবাদ চলছিল ছোট ভাই সহদেব ও তার স্ত্রী নুপুরের। মাঝেমধ্যেই টাকার জন্য মায়ের সাথে গন্ডগোল করতে ওরা। মা টাকা দিতে রাজি হত না। সেই আক্রোশ থেকেই ওরা মাকে খুন করেছে। এই বিষয়ে মৃতার বড় ছেলে গোপাল দে বলেন “আমার ছোট ভাই নেশার জন্য মাঝেমধ্যেই মায়ের কাছ থেকে টাকা চাইতো এবং ছোট ভাইয়ের স্ত্রীর সাথে মায়ের মাঝেমধ্যে ঝামেলা হত। সব সময় ভাই সম্পত্তি নিয়ে বিবাদ করতো মায়ের সঙ্গে, সেই আক্রোশ থেকেই মাকে খুন করেছে ওরা।”

মৃতার বড় ছেলে গোপাল দে’র অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত সহদেব দে, নুপুর দে এবং গোপাল শীলকে গ্রেফতার করে বনগাঁ থানার পুলিশ। ধৃতদের দীনবন্ধু নগর, রামকৃষ্ণ পল্লী এবং চড়কতলা থেকে গ্রেফতার করে আজ বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ।