প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন রাজ্যের তৈরি হওয়া এয়ারপোর্টগুলির কাজ সম্পন্ন করে দ্রুত তা চালু করতে হবে। সেই মতো তত্পর হল রাজ্য প্রশাসন।
নবান্ন সূত্রে খবর, আগামী সপ্তাহেই কোচবিহার, মালদহ এবং বালুরঘাট বিমানবন্দর পরিদর্শন করতে চলেছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার আধিকারিকরা। তিনটি এয়ারপোর্টের রান মুভি দেখার পাশাপাশি বিমানবন্দর চালু করতে কী কী প্রয়োজন সেই বিষয় নিয়ে সবিস্তারে আলোচনা করতে পারেন এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া আধিকারিকরা।
সোম, মঙ্গল, ও বুধবার যথাক্রমে মালদহ এয়ারপোর্ট, বালুরঘাট এয়ারপোর্ট ও কোচবিহার এয়ারপোর্ট পরিদর্শন করবেন এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার আধিকারিকরা। মালদহ এয়ারপোর্ট-এর রানওয়ে বাড়ানোর জন্য জমি অধিগ্রহণের কাজ শেষ করেছে জেলা প্রশাসন। কোচবিহার বিমানবন্দর প্রস্তুত হয়ে গেলেও একাধিক জটিলতায় রয়েছে। সম্প্রতি কোচবিহার বিমানবন্দরের লাইসেন্স নবীকরণ করা হবে না বলেও আলোচনায় উঠে আসে। সেক্ষেত্রে কোচবিহার বিমানবন্দরকে নতুন রূপে শুরু করার ফের উদ্যোগ নিয়েছে রাজ্য। যার জন্য এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া আধিকারিকদের পরিদর্শন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ইতিমধ্যেই বালুরঘাট এয়ারপোর্ট প্রস্তুত হয়ে রয়েছে। রানওয়ের কাজও শেষ। এই তিন এয়ারপোর্ট চালু হয়ে গেলে উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা নিবিড় ভাবে বলেই মনে করছেন রাজ্য প্রশাসনের আধিকারিকরা।
নবান্ন সূত্রে খবর, রাজ্যের তরফে আরও দুই জায়গায় এয়ারপোর্ট তৈরি করার পরিকল্পনা রয়েছে। পুরুলিয়াতে একটি এয়ারপোর্ট করার পরিকল্পনা নিচ্ছে রাজ্য। কলকাতা এয়ারপোর্ট থেকে চাপ কমাতে দক্ষিণ ২৪ পরগনাতেও এয়ারপোর্ট করার বিষয়েও ভাবনাচিন্তা শুরু করা হচ্ছে। ইতিমধ্যেই দক্ষিণ ২৪ পরগনার জেলা প্রশাসনকে সেই বিষয়েও জমি চিহ্নিত করার পরামর্শ দেওয়া হয়েছে।