RG Kar হাসপাতালে কর্তব্যরত মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় ‘থ্রেট কালচারে’ অভিযুক্ত ৫৯ জনের বিরুদ্ধে বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নিল ওই হাসপাতালের মেডিকেল কাউন্সিল। শনিবার অভিযুক্তদের বিরুদ্ধে গড়া তদন্ত কমিটির তদন্ত শেষে সুপারিশের ভিত্তিতে শাস্তিমূলক ব্যবস্থার কথা ঘোষণা করা হয়।
গত ৯ আগস্ট RG Kar হাসপাতালে এক মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুন করা হয়। এরপর থেকে রাজ্যজুড়ে চলছে চিকিৎসকদের আন্দোলন। রাজপথে আন্দোলনে যুক্ত হন প্রায় সব শ্রেণির মানুষ। তুমুল আন্দোলনের মুখে RG Kar হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হয়। বদলি করা হয় কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে।
এসবের মধ্যে হাসপাতালের জুনিয়র ডাক্তাররা তাঁদের আন্দোলন চালিয়ে যান। এর মধ্যেই তাঁরা ‘থ্রেট কালচারের’ অভিযোগ তুলে প্রতিবাদে আবার গর্জে ওঠেন।
আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে RG Kar হাসপাতালের ৫৯ জনের বিরুদ্ধে ‘থ্রেট কালচার’ বা বিভিন্ন হুমকি দেওয়ার অভিযোগ তোলা হয়। তাঁরা সবাই ওই হাসপাতালের চিকিৎসক, হাউজ স্টাফ ও ইন্টার্ন। এ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করে। অভিযুক্ত ৫৯ জনের কথাও শোনা হয়।
তদন্ত রিপোর্টে বিভিন্ন অভিযোগের প্রাথমিক সত্যতা মেলে। এর পরই হাসপাতালের মেডিকেল কাউন্সিল ৫৯ জনের বিরুদ্ধে বিভিন্ন শাস্তির সুপারিশ করে। ৫৯ জনকে চারটি ক্যাটাগরিতে ভাগ করে অভিযোগের মাত্রা অনুযায়ী শাস্তির কথা বলা হয়।