লাইফস্টাইল লিড নিউজ

২০২৩- এ ছেড়ে গেলেন যারা

ফিরে দেখা যাক ২০২৩ সালে যে কৃতি মানুষদের আমরা হারিয়েছি, যাদের বিয়োগ ব্যাথা আমাদের নিঃস্ব করেছে – তাঁদের শূন্যতা পূরণ হওয়ার নয়।

জানুয়ারির ৩ তারিখে প্রয়াত হয়েছিলেন স্বনামধন্য রবীন্দ্রসঙ্গীতশিল্পী সুমিত্রা সেন। চলচ্চিত্রে রবীন্দ্রসঙ্গীতে অনন্যা সুমিত্রা সেনের মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৯ বছর

২০২৩ সাল শুরু হতে না হতেই ফুটবল জগতে হয় আরেকটি নক্ষত্রপতন। চলে গেলেন জিয়ানলুকা ভিয়াল্লি।

জানুয়ারি মাসের ৮ তারিখ প্রয়াত হন পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল কেশরী নাথ ত্রিপাঠী। মৃত্যুকালে তার বয়স ছিল ৮৮ বছর। উত্তর প্রদেশের প্রয়াগরাজে নিজের শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রবীণ বিজেপি নেতা কেশরী নাথ ত্রিপাঠী।

২০২৩ সালের ফেব্রুয়ারি মাসের ৫ তারিখ প্রয়াত হন কার্গিল যুদ্ধে পাকিস্তানকে অন্যতম মদতদাতা পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রপতি জেনারেল পারভেজ মুশারফ।

ফেব্রুয়ারি মাসের ১৬ তারিখ প্রয়াত হন বর্ষীয়ান রাজনীতিবিদ ও শিবপুরের প্রাক্তন বিধায়ক জটু লাহিড়ি।

চলতি বছরের মার্চ মাসের ৩ তারিখ প্রয়াত হলেন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। তাঁর প্রয়াণের সঙ্গে সঙ্গে বাংলা সাহিত্যের একটি যুগের অবসান ঘটে।

৮১ বছর বয়সে প্রয়াত হলেন সাহিত্যিক সমরেশ মজুমদার।

মহাভারতের চরিত্র শকুনি মামার বিদায়,নক্ষত্রপতন ভারতীয় অভিনয় জগতে। গুফি পেন্টাল যাঁর প্রকৃত নাম সরবজিত সিং পেন্টাল।

শারীরিক সমস্যায় ভুগে আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে না ফেরার চলে যান প্রবাদপ্রতিম পরমাণু পদার্থ বিজ্ঞানী বিকাশ সিংহ। সেপ্টেম্বরের শুরুতেই দেশ হারাল এক বিজ্ঞানী,চলে গেলেন এন ভালরমাথি।

সেপ্টেম্বর মাসেই হারিয়েছে তার এক কৃতি সন্তানকে। ভারতের সবুজ বিপ্লবের জনক এম এস স্বামীনাথন না ফেরার দেশে পাড়ি দিয়েছেন।

নভেম্বর মাসে প্রয়াত হয়েছেন বাঁকুড়ার প্রাক্তন সাংসদ সিপিএম নেতা বাসুদেব আচারিয়া। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।

বছরের একেবারে শেষ প্রান্তে এসে ৭৮ বছর বয়সে অনুপ ঘোষাল তাঁর সংগীতময় সফরের অবসান হলেও তিনি যেন রাজা ছিলেন, রাজার মতই ছিলেন। মহাপ্রস্থানের পথে পাড়ি দিলেন।