গেল মে মাসের মাঝামাঝিতে করোনা পরিস্থিতির মাঝেই প্রেমিকা মিহিকা বাজাজের সঙ্গে বাগদান সম্পন্ন করেছিলেন ‘বাহুবলী’-র বল্লালদেব খ্যাত দক্ষিণী অভিনেতা রানা দাগ্গুবতি। আর এবার তাদের বিয়ের সানাই বাজতে যাচ্ছে। আগামী ৮ আগস্ট রানা-মিহিকা জুটির চার হাত এক হতে যাচ্ছে।
এছাড়াও বিয়ের ব্যাপারে রানার বাবা প্রযোজক দাগগুবতি সুরেশ বাবু জানিয়েছেন, লকডাউন পরিস্থিতির মাঝেই দুই পরিবারের অল্প মানুষ নিয়েই স্বল্প পরিসরে বিয়ে সম্পন্ন হবে রানা-মিহিকার। বিয়েতে মাত্র ৩০ জন উপস্থিত থাকবেন।
এমনকি বিয়েতে আমন্ত্রিত প্রত্যক ব্যক্তির কোভিড-১৯ পরীক্ষা করা হবে। সেই সাথে পুরো বিয়ের অনুষ্ঠানে সামাজিক দূরত্ব মেনে চলার ব্যাপারে কড়া নির্দেশনা থাকবে। বিভিন্ন জায়গায় থাকবে স্যানিটাইজারের ব্যবস্থা। ছোট পরিসরে হলেও যেন খুব সুন্দর ভাবে বিয়েটি সম্পন্ন হয় তারই সকল ব্যবস্থা নেওয়া হবে।