খেলাধুলা ব্রেকিং নিউজ

২৫ শে জুন থেকে শুরু এবারের কলকাতা ফুটবল লিগ

আগামী ২৫ শে জুন থেকে শুরু হতে চলেছে এবারের কলকাতা ফুটবল লিগ। সূত্রের খবর, প্রায় তিন বছর পর এবার মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মহামেডানের মাঠে খেলা হবে। শুধু তাই নয় বেশ কিছু ম্যাচ নৈশালোকে করার সিদ্ধান্ত নিয়েছে আইএফএ।

গ্রুপ এ– মোহনবাগান এসজি, মহামেডান স্পোর্টিং, ডায়মন্ডহারবার এফসি, টালিগঞ্জ অগ্রগামী, সাদার্ন সমিতি, ইউনাইটেড স্পোর্টস, কালীঘাট মিলন সংঘ, ডালহৌসি, এফসিআই, পিয়ারলেস, পাঠচক্র সিএফসি ও আর্মি রেড, ।

গ্রুপ বি – ইস্টবেঙ্গল, এরিয়ান, ভবানীপুর, জর্জ টেলিগ্রাফ, পুলিশ এসি, খিদিরপুর, কলকাতা কাস্টমস, রেনবো, বিএসএস, ইস্টার্ন রেল, রেলওয়ে এফসি, উয়াড়ি, পশ্চিমবঙ্গ পুলিশ।

এবারের কলকাতা ফুটবল লিগ অন্যবারের তুলনায় আলাদা। কারণ, এবারই প্রথম প্রিমিয়ার এ ও প্রিমিয়ার বি-র দলগুলিকে জুড়ে দেওয়া হয়েছে। সোমবার আইএফএ অফিসে মোট ২৬ টি দলকে নিয়ে লটারির মাধ্যমে স্তরবিন্যাস হয়েছে। এবার মোট দুটি গ্রুপে রাখা হয়েছে এই ২৬ টি দলকে।