আগামী বছরেই শেষ হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা। কারণ তার পরের বছর থেকে দ্বাদশ শ্রেণিতে শুরু হবে সেমেস্টার সিস্টেম। বছরে দু’বার হবে পরীক্ষা। যার একটি হবে সেপ্টেম্বরে এবং অপরটি মার্চ মাসে। নম্বরের ক্ষেত্রেও থাকবে ভাগ। তবে শেষবারের উচ্চমাধ্যমিক পরীক্ষা কবে, কখন শুরু হবে পরীক্ষা, রেজাল্ট প্রকাশের দিন আরও একবার মনে করাল সংসদ।
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবছর ২৯ ফেব্রুয়ারি পরীক্ষা শেষের দিন সাংবাদিক বৈঠক করার সময় জানিয়েছিলেন, আগামী বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিন। সেই সময় সেখানে উপস্থিত ছিলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জিব ভট্টাচার্য। সেই পুরনো রুটিনই আরও একবার ঝালিয়ে নেওয়া হল এই বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশে। রুটিনটি হল যথাক্রমে,
৩ মার্চ ২০২৫ – প্রথম ভাষা
৪ মার্চ ২০২৫ – ভোকেশনাল বিষয়
৫ মার্চ ২০২৫ – দ্বিতীয় ভাষা
৬ মার্চ ২০২৫ – অর্থনীতি
৭ মার্চ ২০২৫ – পদার্থবিদ্যা, নিউট্রেশন, এডুকেশন, অ্যাকাউন্টান্সি
৮ মার্চ ২০২৫ – কম্পিউটার সায়েন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সায়েন্স, পরিবেশবিদ্যা, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, মিউজিক, ভিজুয়াল আর্টস
১০ মার্চ ২০২৫ – কমার্শিয়াল ল, ফিলোসফি ও সোশিয়োলজি৷
১১ মার্চ ২০২৫ – রসায়ন বিদ্যা, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, সংস্কৃত, পার্শি, আরবি ও ফ্রেঞ্চ৷
১৩ মার্চ ২০২৫ – অংক, সাইকোলজি, অ্যানথ্রোপলজি, ইতিহাস, এগ্রোনমি৷
১৭ মার্চ ২০২৫ – বায়োলজিক্যাল সায়েন্স, বিজনেস স্টাডিজ, রাষ্ট্রবিজ্ঞান৷
১৮ মার্চ ২০২৫ – স্ট্যাটিস্টিক্স, ভূগোল, কস্ট অ্যান্ড ট্যাক্সিং, হোম ম্যানেজমেন্ট৷