বিনোদন

এবার ‘ওন্ডার ওম্যান থ্রি’

‘ওন্ডার ওম্যান থ্রি’ আসছে। ওয়ার্নার ব্রাদার্সের তরফ থেকে আনুষ্ঠানিক ভাবে নিশ্চিত করা হয়েছে এই তথ্য। সিনেমায় নির্মাতা হিসেবে ফিরবেন প্যাটি জেনকিনস এবং গাল গাদোত। জেনকিন জানিয়েছেন, ‘ওন্ডার ওম্যান’ থ্রি এর কাঠামো তৈরি করে ফেলেছেন তিনি। তবে মহামারীর কারণে ছবি নিয়ে শঙ্কিত। কারণ, হলে গিয়ে দর্শকের সিনেমা দেখার অভ্যাস আদৌ ফিরবে কিনা তা তিনি বুঝতে পারছেন না।

ওয়ার্নার ব্রাদার্সের চিফ টবি এমেরিচ এক বিবৃতিতে বলেন, “পুরো বিশ্বের ভক্তরা ‘ওন্ডার ওম্যান ১৯৮৪’ গ্রহণ করায় আমরা তার গল্পকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার আশা করছি। সাথে থাকছেন আমাদের বাস্তবের ওন্ডার ওম্যান গাল এবং প্যাটি। তারা তৃতীয় পর্বেও থাকছেন।”

‘ওন্ডার ওম্যান ১৯৮৪’ মুক্তি পেয়েছে ২৪ ডিসেম্বর। করোনাকালেও ছবিটি ভাল ব্যবসা করছে।