দেবী দুর্গার আবাহনের আগেই RG Kar হাসপাতালে এক কর্তব্যরত তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনা ঘটে। যার জেরে আন্দোলনের আওয়াজ তুলেছে গোটা রাজ্য। তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের হাতে প্রতীকী ‘মেরুদণ্ড’ তুলে দেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। এর আবহে পুজোর আর হাতে গোনা ১১ দিন বাকি। কিন্তু পুজোর থিমেও পিছু ছাড়ল না RG Kar -এর রেশ। জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে পুলিশ কমিশনার বিনীত গোয়েলর হাতে তুলে দেওয়া মেরুদণ্ড এবার ধরা দিল মণ্ডপ সজ্জায়।
কেষ্টপুরের মাস্টারদা স্মৃতি সংঘ ও বেলেঘাটা গান্ধী মাঠ ফ্রেন্ডস সার্কল -এই দুই ক্লাবের পুজো মণ্ডপ সেজে উঠছে এই থিমে। বাঁশ, ত্রিপল, হাতুড়ি, ছেনি দিয়ে সেখানে তৈরি হচ্ছে আস্ত একখানা মেরুদণ্ড। সেটাই থাকবে মণ্ডপজুড়ে। কেষ্টপুরের পুজো উদ্যোক্তারা অবশ্য বলছেন, তাঁদের মূল ফোকাস শিক্ষায়। শিক্ষাই সমাজের মেরুদণ্ড। তাই মেরুদণ্ড এখানে সে অর্থে সাযুজ্যপূর্ণ। মেরুদণ্ডের মধ্যে থাকবে অক্ষর খোদাই করা।
বেলেঘাটা গান্ধী মাঠ ফ্রেন্ডস সার্কলের ৫১ তম পুজোর থিমও ভিন্ন। ‘বাবা’ অর্থাৎ পরিবারের কর্তা, যিনি মেরুদণ্ডসম, তাঁকে এবারের পুজো উৎসর্গ করা হচ্ছে। উদ্যোক্তাদের বক্তব্য, বাবারা বরাবর থেকে যান অন্তরালেই। এবার তাঁদের প্রতি শ্রদ্ধা জানানো হবে।